ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউডে দেখা যাবে বলিউড অভিনেতা শরমন যোশিকে (Sharman Joshi)। প্রথমবার তিনি বাংলা সিনেমাতে অভিনয় করতে চলেছেন। সিনেমাটি থাকছে কলেজ প্রেম থেকে সংসার জীবন। প্রথমবার তিনি বাংলা সিনেমাতে অভিনয় করবেন। তাই বাংলা ভাষাটাকেও রপ্ত করা দরকার। তার জন্য তিনি শিখছেন বাংলা ভাষা। অভিনেতার বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে? আর কাকে কাকে দেখা যেতে পারে? ছবির শুটিং কোথায় হবে?
বাংলা ভাষা শেখা (Sharman Joshi)
বহুবার শোনা গিয়েছে, বলিউডে পাড়ি দিয়েছেন টলিউড অভিনেতারা। তবে টলিউডে বলিউডের কোনও অভিনেতাকে তেমন ভাবে অভিনয় করতে দেখা যায়নি। আবার অন্যদিকে বাংলা ভাষাকে যেখানে অনেক ক্ষেত্রেই তেমন ভাবে গুরুত্ব দেওয়া হয় না, সেখানে বলিউড অভিনেতা শরমন বাংলা শিখছেন, বাংলা সিনেমায় অভিনয় করবেন বলে। অভিনেতা শরমন যোশির (Sharman Joshi) বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে? নায়িকা চরিত্রে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে (Susmita Chatterjee)। অর্থাৎ নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন শরমন ও সুস্মিতা।
নায়িকা চরিত্রে অভিনয় (Sharman Joshi)
অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় (Susmita Chatterjee) এর আগেও কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন। তবে এবার নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। তিনি ‘মৃগয়া’ ছবিতে আইটেম গানে নেচে নজর কেড়েছিলেন। অপরদিকে সৃজিত মুখার্জির (Srijit Mukherji) ‘লও গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং এ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সুস্মিতা।
আরও পড়ুন: Dhumketu: পরস্পরের প্রশংসায় দেব-শুভশ্রী, সম্পর্ক বদলে দিল ধূমকেতু!
আদ্যোপান্ত প্রেমের গল্প
এম এন রাজের পরিচালনায় নতুন ছবিটি তৈরি করা হচ্ছে। প্রযোজনার দায়িত্বে রয়েছেন মেহর এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, হিমানি ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার। কলেজ প্রেম, স্বামী-স্ত্রীর সংসার ও বন্ধুত্বের গল্পকে কেন্দ্র করে এই ছবি। অর্থাৎ আদ্যোপান্ত প্রেমের গল্প। আবার পাশাপাশি শোনা গিয়েছে, বাংলাদেশের অভিনেতা খাইরুল বাসারকেও কেউ দেখা যেতে পারে ছবিতে। থাকতে পারে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীও। ছবির শুটিং হবে দার্জিলিং ও মুর্শিদাবাদে।
আরও পড়ুন: Mahanayak Samman 2025: কাদের মাথায় উঠলো মহানায়ক সম্মান ২০২৫ এর শিরোপা?
ভীষণ গুরুত্বপূর্ণ
অভিনেত্রী সুস্মিতা তাঁর নতুন ছবি নিয়ে ভীষণ খুশি। তাঁর মতে, অভিনেতা শরমন যোশির (Sharman Joshi) সাথে অভিনয় করার সুযোগ তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। শরমন যোশিও বলিউডে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন, যেমন ‘রং বাসন্তী’, ‘গোলমাল’, ‘থ্রি ইডিয়টস’। এবার বাংলা ছবিতে তিনি অভিনয় করায় অনুরাগীরা ভীষণ খুশি।