ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেঘালয়ের খনি থেকে ৪০০০ টনেরও বেশি কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে(Meghalaya Coal Missing)। রাজ্যের রাজাজু ও দিয়েংগান গ্রামের খনি থেকে এই বিপুল পরিমাণ কয়লা নিখোঁজ হওয়ার পরে নজরদারির দায়িত্বে থাকা কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে মেঘালয় হাই কোর্ট(Meghalaya)। কিন্তু সোমবার রাজ্যের রাজস্বমন্ত্রী কিরমেন শীলার মন্তব্য আরও বিতর্ক বাড়িয়েছে। তিনি দাবি করেন, “মেঘালয়ে প্রবল বৃষ্টি হয়। তাই বৃষ্টির জলে কয়লা ধুয়ে যেতে পারে।”
‘আমি কেবল সম্ভাবনার কথা বলছি’ (Meghalaya Coal Missing)
সোমবার মন্ত্রীর দাবি, তিনি কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনার সঠিক ব্যাখ্যা দিচ্ছেন না। কেবল একটি সম্ভাবনার কথা উল্লেখ করছেন। তিনি বলেন, “এই মুহূর্তে আমি ঘটনাটি পুরোপুরি জানি না। আমি শুধু বলছি, হয়তো বৃষ্টির কারণে এরকম কিছু হতে পারে।’’ তবে মন্ত্রীর এই মন্তব্যকে ‘আজব’ বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।
হাই কোর্টের কড়া নির্দেশ (Meghalaya Coal Missing)
গত শুক্রবার মেঘালয় হাই কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আদালত জানিয়েছে, নজরদারির দায়িত্বে থাকা ব্যক্তিদের গাফিলতি স্পষ্ট। প্রসঙ্গত, ২০১৪ সালে ভূতাত্ত্বিক ঝুঁকি এবং পরিবেশগত ক্ষতির আশঙ্কায় মেঘালয়ে কয়লা উত্তোলন ও পরিবহণে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) নিষেধাজ্ঞা জারি করে।

অবৈধ খনির অভিযোগ (Meghalaya Coal Missing)
যদিও গত বছর পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে প্রথমবারের জন্য বিজ্ঞানসম্মত কয়লা খনি কার্যক্রম শুরু হয়, তবুও অভিযোগ রয়েছে— বিভিন্ন এলাকায় এখনও অবৈধ কয়লা খনন চলছে। মন্ত্রীর দাবি, “এই অভিযোগের পক্ষে কোনও শক্ত প্রমাণ নেই। সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”
স্থানীয়দের ‘রুজিরুটি’ যুক্তি (Meghalaya Coal Missing)
রাজস্বমন্ত্রী স্থানীয়দের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “মানুষ রুজিরুটির তাগিদে হয়তো অবৈধ খনিতে জড়িত হতে পারে। কিন্তু আমি আশা করি, তাঁরা এমন কিছু করবেন না যাতে আমাদের রাজ্যের সুনাম ক্ষুণ্ণ হয়।”

আরও পড়ুন: S-500 Air Defence Missile : ভারত আনছে রাশিয়ার এস-৫০০ ট্রায়াম্ফটর-এম! আকাশ প্রতিরক্ষায় নতুন সংযোজন
রাজনৈতিক প্রতিক্রিয়া (Meghalaya Coal Missing)
রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বৃষ্টির জলে ৪০০০ টন কয়লা ‘ধুয়ে যাওয়া’ আদৌ সম্ভব কি না? বিরোধীরা দাবি করছে, এ ধরনের মন্তব্য সরকারের উদাসীনতা ঢাকার চেষ্টা ছাড়া কিছুই নয়।