ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের একদিকে যখন (Weather Forecast of WB) বৃষ্টিতে হাঁসফাঁস গরম থেকে স্বস্তি মিলেছে, অন্যদিকে আবার দুর্যোগের আশঙ্কাও (Weather Forecast of WB) বাড়ছে। গত কয়েক দিন ধরেই একটানা ঝড়বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। আজও রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
আগামী দু’দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি (Weather Forecast of WB)
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা (Weather Forecast of WB) উত্তর-পূর্ব আরব সাগর থেকে শুরু হয়ে গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। একইসঙ্গে মৌসুমি অক্ষরেখাও বিস্তৃত হয়েছে রাজ্যের উপর দিয়ে। এই দুটি ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত। এর ফলেই বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, যার প্রভাবে আগামী দু’দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ঝড়বৃষ্টির সতর্কতা (Weather Forecast of WB)
আজ বুধবার হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া (Weather Forecast of WB) জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এই সব অঞ্চলে। কলকাতাতেও সকাল থেকেই আকাশ মেঘলা। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা, যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম।
একইভাবে ঝড়বৃষ্টি চলবে
বৃহস্পতিবারও একইভাবে ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে সেদিনের জন্য কোনও নির্দিষ্ট সতর্কতা জারি করা হয়নি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে। দু-এক পশলা বৃষ্টি হতে পারে কিছু এলাকায়, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

উত্তরবঙ্গেরপরিস্থিতি আরও জটিল
উত্তরবঙ্গের ক্ষেত্রে দুর্যোগের পরিস্থিতি আরও জটিল। আজ জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদহে। শুক্রবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে।
আরও পড়ুন: Tsunami in Japan: জাপানে সুনামির তাণ্ডবের আশঙ্কা, উপকূল থেকে সরানো হল ৯ লক্ষ মানুষ!
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি হতে পারে, যার মাত্রা ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।