ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভিড়ে নাজেহাল শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন যাতায়াত করা লক্ষ লক্ষ যাত্রীদের জন্য সুখবর (Railway)। যাত্রীদের চাপ সামাল দিতে পূর্ব রেলের ডিআরএমের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে ট্রেন পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষত, বনগাঁ, ক্যানিং, ডায়মন্ড হারবার, বিধাননগর এবং দমদম ক্যান্টনমেন্ট শাখাগুলিতে অতিরিক্ত ট্রেন চালানো হবে বলে রেল সূত্রে খবর।
বেড়েছে শিয়ালদহ ডিভিশনে যাত্রীসংখ্যা (Railway)
গত কয়েক মাসে শিয়ালদহ ডিভিশনে যাত্রীসংখ্যা কয়েকগুণ বেড়েছে (Railway)। বর্তমানে প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী এই ডিভিশনের বিভিন্ন শাখায় যাতায়াত করেন। এর মধ্যে শুধুমাত্র বিধাননগর স্টেশন থেকেই প্রতিদিন প্রায় ১ লক্ষ ৭০ হাজার যাত্রী ট্রেনে ওঠানামা করেন। এই ক্রমবর্ধমান ভিড়ের চাপ সামাল দিতেই সম্প্রতি ডিআরএম রাজীব সাক্সেনা একটি বৈঠক করেন ডিভিশনের শীর্ষ কর্তাদের সঙ্গে। বৈঠকে রুট অনুযায়ী ট্রেন সংখ্যা ও সময়সূচির খতিয়ান নেওয়া হয় এবং তৎপরতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয় ট্রেন সংখ্যা বাড়ানোর।
আরও পড়ুন : Kolkata Metro: এক বছরেও খুলবে না কবি সুভাষ মেট্রো স্টেশন! চরম দুর্ভোগের মুখে যাত্রীরা
১০টি অতিরিক্ত ট্রেন চালুর সিদ্ধান্ত (Railway)
এই সিদ্ধান্তের পর প্রথম পর্যায়ে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় মোট ১০টি অতিরিক্ত ট্রেন চালু করা হয়েছে (Railway)। যদিও বর্তমানে প্রতিদিন প্রায় ৯২৫টি লোকাল ট্রেন চলে, তবুও তা যথেষ্ট নয় বলেই মনে করছেন রেল আধিকারিকেরা। শিয়ালদহের উপর চাপ কমাতে এবার কিছু গুরুত্বপূর্ণ স্টেশনকে অন্তিম স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে। যেমন, বিধাননগর স্টেশন থেকে এবার দু’টি ট্রেন কল্যাণীর উদ্দেশ্যে ছাড়বে এবং কল্যাণী থেকেও ফিরতি ট্রেন এসে বিধাননগর স্টেশনে শেষ হবে। এর ফলে শিয়ালদহ স্টেশনের উপর চাপ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। রেলবোর্ড থেকেও এই উদ্যোগের অনুমোদন পাওয়া গেছে।
আরও পড়ুন : WBJEE Result: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে দেরি, রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট
পাশাপাশি, এই গুরুত্বপূর্ণ স্টেশনগুলিকে হকারমুক্ত করার কাজ শুরু হয়েছে, যার সূচনা হয়েছে বিধাননগর স্টেশন থেকে।রেল কর্তৃপক্ষের মতে, ভবিষ্যতে যাত্রীসংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই এই সময়োচিত পদক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। শিয়ালদহ ডিভিশনে চলাচলকারী যাত্রীদের জন্য এই সিদ্ধান্ত নিঃসন্দেহে স্বস্তিদায়ক।