ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উৎসব আসতেই মদ কেনার হিড়িক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় সেই হিড়িক পৌঁছেছে উচ্চ মাত্রায়। পুজোর সপ্তাহে ১৪৮ কোটি টাকার মদ বিক্রি হয়েছে গ্রেটার কলকাতায়। গত বছরের থেকে এবছর তা ২০% বেশি।
পুজোর সময় প্রতিবছর মদ বিক্রি হয় কোটি কোটি টাকার। ২০২৪ সালে ৫ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত রাজ্যে মদ বিক্রি হয়েছে ১৪৮ কোটি টাকার। ২০২৩ সালের থেকে এ বছর মদ বিক্রির পরিমাণ প্রায় ২০% বেশি। আবগারি দপ্তর সূত্রে খবর কলকাতার চারটি জেলা অর্থাৎ উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা বিধাননগর এবং আলিপুর এই চার জেলা মিলিয়ে প্রায় ১৫০ কোটি টাকার কাছাকাছি গড়ে মদ বিক্রি হয়েছে এ বছর পুজোয়।
আরও পড়ুন: https://tribetv.in/massive-fire-in-sealdah-esi-hospital/
গোটা রাজ্যে পুজো ছাড়া প্রতি মাসে প্রায় ৩০০ কোটি টাকার মদ বিক্রি হয়, জানিয়েছেন আবগারি দফতরের এক আধিকারিক। পুজোর মৌসুম ছাড়া প্রায় ১৪০০ কোটি টাকার মদ বিক্রি হয় প্রতি মাসে গোটা রাজ্যে।