ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কুম্ভ (Kumbh mela special train ) বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় মেলা। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মেলা শুরুর আগে মহাকুম্ভের জন্য দুটি বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্বরেলের শিয়ালদহ বিভাগ। চলতি মাসের ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কুম্ভ মেলা। এবারের কুম্ভমেলায় মহা কুম্ভ যোগ রয়েছে। যা ১২ বছরের একবার আসে। পূর্ণ কুম্ভ শুরুর আগেই দেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় ভিড় জমান কয়েক কোটি পূণ্যার্থী (Kumbh mela special train ) ।
কুম্ভমেলায় (Kumbh mela special train ) বিপুল সংখ্যক পূণ্যার্থীদের ভিড় সামাল দিতে ভারতীয় রেলের পূর্ব শাখার তরফে অগ্রিম ২টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। রেলের বিশেষ এই ট্রেন চলবে কুম্ভমেলার সময় (Kumbh mela special train ) । এই বিষয়ে পূর্ব রেলের তরফে সিনিয়র ডিএমই (শিয়ালদহ বিভাগ) শ্রী রোহিত রঞ্জন এবং ডিআরএম (Sealdah Division) শ্রী দীপক নিগমের নির্দেশে রেল কর্মীদের একটি দল দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। যাতে এই ট্রেনগুলি কুম্ভের সময় তীর্থযাত্রীদের ব্যতিক্রমী ও আরামদায়ক পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত থাকে।
আরও পড়ুন: https://tribetv.in/mamata-banerjee-news-take-special-initiative-on-illegal/
প্রতিটি ট্রেনকে বিশেষভাবে পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে রয়েছে। ভিনাইল র্যাপিং: ট্রেনের বাহ্যিক অংশে আকর্ষণীয় ভিনাইল র্যাপ দিয়ে সাজানো হয়েছে, যা দেখতে উৎসবমুখর ও দৃষ্টিনন্দনও বটে। অভ্যন্তরীণ সজ্জা: যাত্রীদের জন্য একটি আরামদায়ক এবং আধ্যাত্মিকভাবে উন্নত পরিবেশ তৈরি করার জন্য অভ্যন্তরগুলি যত্ন সহকারে সজ্জিত করা হয়েছে (Kumbh mela special train ) । সার্বিক পরিচ্ছন্নতা বজায় রেখে উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে ট্রেনের প্রতিটি কোণ এবং খাঁজ পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: https://tribetv.in/gangasagar-mela-2025-preparation-started-bharat-sebashr/
ট্রেনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয়ই একটি নতুন রঙে সেজে উঠেছে (Kumbh mela special train ) । রেল সূত্রে খবর, সমস্ত যাত্রীদের জন্য নিরাপদ-আরামদায়ক এবং সুবিধাজনক ভ্রমণ পরিষেবা প্রদানের জন্য ভারতীয় রেল প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে মহাকুম্ভের (Kumbh mela special train ) মতো বড় আকারের ধর্মীয় সমাবেশের সময়। তাই এই দুটি ট্রেনকে সবোর্চ্চ উন্নত প্রযুক্তিগত ভাবেই তৈরি করা হচ্ছে।