ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলতি বর্ষাকালীন (Mamata Banerjee) সংসদ অধিবেশনের মধ্যেই আসন্ন সোমবার বিকেল সাড়ে চারটেয় একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অধিবেশনের মাঝপথে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।
কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল (Mamata Banerjee)
সংসদের এই বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে ২১ জুলাই এবং তা চলবে (Mamata Banerjee) ২১ অগস্ট পর্যন্ত। অধিবেশনের শুরু থেকেই তৃণমূল বেশ কয়েকটি বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে, যার মধ্যে অন্যতম হল নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’ (SIR)। বিরোধীরা অভিযোগ করছে, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে বিরোধী ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। তৃণমূলও এই ইস্যুতে সংসদে সক্রিয় প্রতিবাদ করছে এবং সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জোরালো অবস্থান নেওয়ার বার্তা দিতে পারেন বলে সূত্রের খবর।
বাংলা ভাষার প্রতি অবহেলা (Mamata Banerjee)
এছাড়াও বৈঠকে আলোচনার একটি বড় দিক হতে চলেছে উত্তর (Mamata Banerjee) ভারতসহ একাধিক বিজেপি-শাসিত রাজ্যে বাংলা ভাষার প্রতি অবহেলা এবং পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ। সম্প্রতি এই নিয়ে দলীয় স্তরে সোচ্চার হয়েছে তৃণমূল, আর এবার সংসদেও এই বিষয়গুলি তুলতে চাইছে দল।
ঐক্যবদ্ধভাবে লড়াই-এর পরিকল্পনা
সূত্রের খবর, বৈঠকে বিজেপিবিরোধী অন্যান্য দলের সঙ্গে কক্ষ সমন্বয় নিয়েও আলোচনা হতে পারে। মমতা মনে করছেন, বিরোধীরা ঐক্যবদ্ধভাবে না লড়লে এসআইআর-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্রকে চাপে ফেলা যাবে না। ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভায় এবং তেজস্বী যাদব বিহারে এই ইস্যুতে মুখ খুলেছেন।
আরও পড়ুন: Bollywood Friendship: শুধু সিনেমায় নয়, বাস্তবেও হিট বলিপাড়ার এসব বন্ধু জুটি!

প্রতিবাদ ও সাংগঠনিক প্রস্তুতির বার্তা
গত শুক্রবার রাজ্যসভায় তৃণমূল, আপ এবং ডিএমকে-র সাংসদদের সভাকক্ষ থেকে মার্শালের মাধ্যমে বের করে দেওয়ার ঘটনাও বৈঠকে গুরুত্ব পেতে পারে। তৃণমূল অভিযোগ করেছে, এই ঘটনার নেপথ্যে কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী মনোভাব কাজ করছে।এই বৈঠকের মাধ্যমে সাংসদদের সংসদে কার্যকরভাবে প্রতিবাদ ও সাংগঠনিক প্রস্তুতির বার্তা দিতে চাইছেন দলনেত্রী। এর পাশাপাশি, মমতার পরামর্শে ৮ অগস্ট নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়ের পরিকল্পনা করেছে বিরোধী জোট। তার আগে ৭ অগস্ট ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে তৃণমূলের তরফে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে, সোমবারের বৈঠক হতে চলেছে তৃণমূলের রাজনৈতিক কৌশল নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মঞ্চ।