ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সিবিআইয়ের বিরুদ্ধে আদালতে মিথ্যা কথা বলার অভিযোগ তুলেছিলেন আগেই। এবার প্রমাণ লোপাটের অভিযোগ তুললেন নির্যাতিতার বাবা-মা। সিবিআই তদন্তে অনাস্থা এনে, নতুন করে তদন্ত (RG Kar Murder Case) চেয়ে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করলেন আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা ও মা। মামলা গ্রহণ করেছে আদালত। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় (RG Kar Murder Case) বড় মোড়। এবার সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর অনাস্থা এনে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নতুন করে মামলা দায়ের করলেন আরজি করের নির্যাতিতা তরুণীর বাবা ও মা। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করেন তাঁরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। আগামী সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা-মায়ের অভিযোগ, সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে। যে গতিতে ও পথে তদন্ত চলছে তাতে তাঁরা আর আস্থা রাখতে পারছে না। বিচার প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাঁদের আশঙ্কা- এই সময় যদি আদালত হস্তক্ষেপ না করে তাহলে ধর্ষণ ও খুনের তদন্ত মাঝপথেই থেমে যেতে পারে। প্রথম থেকেই তাঁদের কন্যার ধর্ষক ও খুনিদের কঠোর শাস্তির জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন নির্যাতিতার বাবা ও মা। তারপরই কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) গোটা ঘটনায় সিবিআই তদন্তে নির্দেশ দেয়। সিবিআই তদন্তভার নেওয়ার পরই আরজি করের ধর্ষণ ও খুন নিয়ে (RG Kar Murder Case) স্বতঃপ্রণোদিত ভাবে মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট (Supreme Court)।
বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতে সেই মামলা বিচারাধীন রয়েছে। তাই কলকাতা হাইকোর্টে নতুন করে আবারও মামলা দায়ের হওয়ায়, হাইকোর্টে এই মামলাটির শুনানি আদৌ হতে পারে কিনা, সেটাই এখন বিচার্য বিষয়। তাছাড়া সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারাধীন মামলাতেও নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবী রয়েছেন। আগামী ১৭ মার্চ সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানিতে হাইকোর্টে এই নতুন মামলাটির কথা হয়তো তাঁদের আইনজীবী সেখানে জানাতে পারেন।