ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। কালিপুজোর আগেই দক্ষিণবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’। বুধবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। যার জেরে শহর কলকাতা সহ পার্শবর্তী জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আকাশে ফের দূর্যোগের ভ্রুকুটি। ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তা ক্রমে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আসতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরের উপর দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। সোমবার থেকে বুধবার মধ্যরাতে মৎস্যজীবিদেরও গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হাওয়া অফিসের।
আরও পড়ুন: Kolkata Metro: কলকাতা মেট্রোর চার দশক পূর্তি, ‘সোনালি অধ্যায়’ উদযাপনে জমকালো বন্দোবস্ত
দীপাবলির আগেই লন্ডভন্ড হতে পারে কলকাতা সহ উপকূলবর্তী জেলা। একইসঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বুধবার থেকে বর্ষণের পাশাপাশি উপকূলে দমকা হাওয়ার প্রবল দাপট থাকতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তারপর থেকেই দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বদলে যাবে আবহাওয়া।
মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বুধবার দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। অধিক সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই সব জেলায় ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবারও একই রকম থাকবে আবহাওয়া। এদিনও দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির চলবে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: মদ কেনার হিড়িক, পুজোর সপ্তাহে ১৪৮ কোটি টাকার মদ বিক্রি হয়েছে কলকাতায়
গত কয়েক বছরে একাধিক ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকেছে বাংলা। কয়েক বছর আগের আমফান থেকে শুরু করে চলতি বছরের রেমাল, সেই তালিকায় একাধিক ঘূর্ণিঝড়ের নাম রয়েছে। এবার চোখ রাঙাচ্ছে ‘ডানা’। ক্ষয়ক্ষতি ঠেকানোর জন্য ইতিমধ্যেই তৎপরতা শুরু রাজ্য প্রশাসনের।