ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কপিল শর্মার (Parineeti Chopra) ‘ দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো ‘ (The Great Indian Kapil Show) বেশ জনপ্রিয় একটি শো। আর সেই শো -এ এসে পরিনীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডা ( Raghav Chadha) তাঁদের নিয়ে উঠা প্রশ্নকে যেন উস্কে দিলেন নিজেরাই ! অর্থাৎ তাঁদের সাংসারে তৃতীয় সদস্যর আসা নিয়ে যে কৌতুহল অনুরাগীদের মধ্যে ছিল ,তা যেন কিছুটা আগুনে ঘি ঢালার মতো হয়ে গেল। কী এমন বললেন রাঘব চাড্ডা ? সত্যি কি তাঁদের সংসারে নতুন অতিথি আসছে ? পরিণীতি কী জানালেন ?
প্রশ্নে মুখে পরিণীতি! (Parineeti Chopra)
কপিল শর্মার (Parineeti Chopra) শোয়ে নানান রকম হাসির মজার ছলে প্রশ্ন করা হয়ে থাকে অংশগ্রহণকারীদেরকে। সম্প্রতি এই শোয়ে উপস্থিত ছিলেন অভিনেত্রী পরিণীতি ও তাঁর স্বামী রাঘব। সেই শোয়ে নানান রকম প্রশ্ন করা হয়ে থাকে দুজনকে। তবে রাঘব হঠাৎই তাঁদের মাঝে সুখবর আসার কথা জানিয়ে দেন। আর রাঘবের এমন দুম করে বলার খবরে অবাক হয়ে যায় পরিণীতিও (Parineeti )। অন্যদিকে উপস্থিত কপিল শর্মাও (Kapil Sharma) আগের উঠা পরিণীতির মা হবার গুঞ্জনকে উস্কে দেন সাথে সাথেই।
শীঘ্রই সুখবর আসছে (Parineeti Chopra)
রাঘবকে কী প্রশ্ন করা হয় (Parineeti Chopra) ? তিনি এমন কথা বলে বসলেন কেন ? শোয়ে কপিল শর্মা (Kapil Sharma) জিজ্ঞেস করেছিলেন , পরিণীতি ও রাঘবের সংসারে নাতি-নাতনির জন্য চাপ আসছে কিনা । রাঘব সাথে সাথে বলে বসেন ,খুব জলদি সুখবর দেব আপনাদেরকে। যদিও তাঁর কথায়,’ খবর দেব মানে একসময় দেবই।’ কিন্তু অন্যদিকে অনুরাগীরাও ওত পেতে থাকার মতই ছিলেন বলা যেতে পারে । রাঘবের এমন উত্তরে শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। তাহলে সত্যিই কি মা হতে চলেছেন পরিণীতি ?
জোরালো গুঞ্জন
আসলে পরিণীতির মা হওয়ার গুঞ্জন আগেই থেকেই চলছিল। কারণ তাঁকে বেশ কয়েকবার ঢিলেঢালা পোশাক পরতে দেখা গিয়েছিল। ফলে অনুরাগীরা ভেবেছিলেন তিনি হয়ত মা হতে চলেছেন। কিন্তু তেমনটা একেবারেই নয় । পরিণীতির কথায় , তিনি এখনই মা হচ্ছেন না। ঢিলেঢালা পোশাক পরা মানেই মা হতে চলা এমনটা নয়। তবে এ মন্তব্য অভিনেত্রীর অনেক আগেই। কিন্তু রাঘবের কথায় আবারও সেই আগে উঠা গুঞ্জন যেন জেগে উঠল অনুরাগীদের মনে।
সুখের সংসার
২০২৩ সালে জাঁকজমক ভাবে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি ও রাঘব (Parineeti – Raghav)। বিয়ের পর থেকে মুম্বাই ছেড়ে দিল্লিতে রয়েছেন এই দম্পতি। অর্থাৎ তাঁদের দিল্লিতে সুখের সংসার। বিয়ের পর থেকে এই দম্পতি একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকার ও অনুষ্ঠানে তাঁদের সম্পর্কের রসায়ন তুলে ধরেছেন অনুরাগীদের সামনে । এমনকি সোশ্যাল মিডিয়ায় ঘনঘন নিজেদের ভালোবাসা ব্যক্ত করে পোস্ট করতে দেখা যায় তাঁদেরকে।
আরও পড়ুন: Swarup Biswas : ফেডারেশন-পরিচালকদের গুরুত্বপূর্ণ বৈঠক, মামলার জল কতদূর গড়াল?
সময়ের অপেক্ষা
প্রথমে গুঞ্জন , পরে কপিল শর্মার অনুষ্ঠানে পরিণীতি ও রাঘবের ( Parineeti – Raghav) সংসারে সুখবর আসার খবর রসিকতার মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এখনই বলা সম্ভব নয় এই খবর শুধুমাত্র রসিকতা নাকি সত্যিই সুখবর আসার ইঙ্গিত। কিন্তু এক প্রকার রসিকতা হলেও অনুরাগীরা সত্যি ভেবে অনেকটা আশা ও কৌতুহল নিয়ে রয়েছেন। যদিও সবটাই সময়ের অপেক্ষা।