ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় সংগীতপ্রেমীদের হৃদয়ে চিরকাল অমর এক নাম—কিশোর কুমার (Kishore Kumar Birthday)। সঙ্গীত জগতের এমন এক কিংবদন্তি, যার গান আজও প্রজন্মের পর প্রজন্মকে স্পর্শ করে যাচ্ছে। আজ, ৪ আগস্ট, তাঁর ৯৬তম জন্মবার্ষিকী।
শৈশব থেকে বলিউড পর্যন্ত পথচলা (Kishore Kumar Birthday)
১৯২৯ সালের ৪ আগস্ট মধ্যপ্রদেশের কাঁধওয়া শহরে জন্ম হয় অভাষ কুমার গঙ্গোপাধ্যায়ের(kishore kumar)। ছোট থেকেই সংগীতের প্রতি ছিল গভীর ভালোবাসা। তবে মুম্বইয়ে এসে তাঁর চলচ্চিত্র যাত্রা শুরু হয় অভিনয়ের মধ্য দিয়ে। কিন্তু অভিনয়ের পাশাপাশি গানের জগতে তিনি এমন এক ছাপ ফেললেন, যা তাঁকে করে তুলল সর্বকালের অন্যতম সেরা শিল্পী।
অদ্ভুত প্রতিভার বহুমুখী পরিচয় (Kishore Kumar Birthday)
কিশোর কুমারের কণ্ঠস্বরের আবেদন ছিল অনন্য। আনন্দের গানে যেমন মাতিয়ে দিয়েছেন, তেমনই বেদনামাখা সুরে কাঁদিয়েছেন শ্রোতাদের। তাঁর কণ্ঠে ছিল হাস্যরস, কোমল আবেগ, নাটকীয়তা—সব মিলিয়ে এক অনবদ্য সংমিশ্রণ। ইডলিং বা ‘ইয়োডলিং’-এর ব্যবহার ভারতীয় সঙ্গীতে তিনিই প্রথম জনপ্রিয় করে তোলেন। প্রায় ৪০ বছরের ক্যারিয়ারে তিনি হিন্দি ছাড়াও বাংলা, মারাঠি, গুজরাটি, ওড়িয়া, অসমিয়া সহ বহু ভাষায় ২,৫০৮টিরও বেশি গান রেকর্ড করেন।
অভিনয়, পরিচালনা, সুরসৃষ্টি, প্রযোজনা—সব ক্ষেত্রেই তাঁর ছিল অবাধ বিচরণ। তবে ব্যক্তিগত জীবনে ছিলেন নিভৃতচারী। বারবারই তিনি কাঁধওয়ায় ফিরে গিয়ে শান্তিপূর্ণ জীবনযাপনের ইচ্ছা প্রকাশ করতেন।

অবিস্মরণীয় গান, অবিস্মরণীয় শিল্পী (Kishore Kumar Birthday)
“মেরে সাপনো কি রানি”, “ইয়ে শাম মস্তানি”, “পল পল দিল কে পাস”, “জিন্দেগি এক সাফর হ্যায় সুহানা”—এমন অসংখ্য গানে তিনি ভারতীয় সঙ্গীতের সোনালি অধ্যায় রচনা করেছেন। বাংলা গানে তাঁর অবদানও সমান উল্লেখযোগ্য—“একি সুনীল সজল মেঘ”, “শুধু দিন গুনি আর রাত গুনি”, কিংবা তাঁর হাস্যরসাত্মক গানের লাইন—“ডিম নয় তবু অশ্বডিম্ব”—আজও সংগীতপ্রেমীদের মনে হাসি ফোটায়।

আরও পড়ুন: Russia China Navy Dril : জাপান সাগরে রাশিয়া-চিনের যৌথ ডুবোজাহাজবিরোধী মহড়া!
শেষ জীবন (Kishore Kumar Birthday)
১৯৮৭ সালের ১৩ অক্টোবর, মাত্র ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে যান না-ফেরার দেশে। তবে রেখে গেছেন এক অমূল্য সম্পদ—তাঁর গান।
আজ তাঁর জন্মদিনে সংগীতপ্রেমীরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে এই চিরসবুজ কিংবদন্তিকে, যার সুরে আজও বেঁচে আছে প্রেম, আনন্দ ও জীবনের রঙ।