ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে একই সাথে (Dev -Subhashree) ধরা দেবেন দেব শুভশ্রী (Dev -Subhashree)। একই ফ্রেমে, একই সাথে। দর্শক থেকে অনুরাগী সকলেই যেন এই মুহূর্তের জন্য অপেক্ষায় রয়েছে। নজরুল মঞ্চে ‘ধূমকেতু ‘ সিনেমার ট্রেলার লঞ্চ। যার টিকিট অনলাইনে মুহূর্তের মধ্যে শেষ হয়। ট্রেলার লঞ্চে উপস্থিত গায়ক নিলায়ন চ্যাটার্জি (Nilayan Chatterjee)।
পুরানো স্মৃতি উস্কে দেওয়া (Dev -Subhashree)
‘ধূমকেতু ‘ ছবির জুটি দেব শুভশ্রীর উদ্দেশ্যে (Dev -Subhashree) একের পর এক গান গাইলেন নিলায়ন চ্যাটার্জি (Nilayan Chatterjee)। দেব- শুভশ্রী জুটির গান ‘ চ্যালেঞ্জ নিবি না শালা ‘, পরাণ যায় জ্বলিয়া রে ‘ , সাথে পুরানো দিনের দেব শুভশ্রী জুটির নস্টালজিক গান উপহার দিলেন তিনি। নিলায়নের গানের সাথে সাথে দর্শকও নস্টালজিক হয়ে পড়ে। নিলায়নের কথায়, দেবকে না জানিয়ে তিনি ধূমকেতু ছবিতে দেব শুভশ্রী জুটির উদ্দেশ্যে নতুন গান তৈরি করেছেন ।
ফিরে আসুক জুটি (Dev -Subhashree)
যেহেতু দেব কে না জানিয়ে গাওয়া গান (Dev -Subhashree), সেহেতু দেব শুনলে তাঁকে বকাবকি করতে পারেন বলে নিলায়ন মনে করেন। গায়ক নিলায়নের মতে, ধূমকেতু’ ছবির কোনও অংশে তিনি নেই। কিন্তু বাংলার গান গাইবার জন্য তাঁকে সুযোগ করে দিয়েছিলেন দেব দা। তাই আজ তাঁর এই গান গাওয়া। দর্শক থেকে অনুরাগীদের সাথে সাথে তিনিও চান পর্দায় দেব -শুভশ্রী জুটি ফিরে আসুক । এই জুটির নতুন নতুন ছবি দেখতে চান তিনিও।
বিশেষ দিন
আজ কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) জন্মদিন। আর এই শুভ দিনে বহু প্রতীক্ষিত ধূমকেতু সিনেমার ট্রেলার দেখার অপেক্ষায় সকলেই। সাথে বহু বছর পর একসাথে দেব শুভশ্রী । ইতিমধ্যে ধূমকেতুর টিজার মুক্তি পেয়েছে। পরে ছবির মন ছুঁয়ে যাওয়া তিনটি গান সামনে আসে। নয় বছর পর মুক্তি পাওয়া ছবি , সাথে হারিয়ে যাওয়া দেব শুভশ্রী জুটির সঙ্গে ছবির প্রকাশ্যে আসা তিনটি গান যেন কোথাও এক সুতোয় বাঁধা ।
আরও পড়ুন: Parineeti Chopra: মা হচ্ছেন পরিণীতি? রাঘবের সংসারে বড় সুখবর!

উত্তেজনার মুহূর্ত
ধূমকেতুর ট্রেলার লঞ্চ উপলক্ষে সোশ্যাল মিডিয়া দেব নিজে একের পর এক ছবি পোস্ট করেছেন । কখনও দর্শকের লাইন দিয়ে টিকিট কেনা , কখনও ছবির বড় বড় পোস্টার পড়েছে । মনে হবে যেন একটু একটু করে উত্তেজনার মুহূর্তগুলো পার করে আসছে সবাই। তাছাড়া ট্রেলার লঞ্চ অনুষ্ঠান একেবারে নতুন নয়। কিন্তু ধূমকেতু ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তা বলা যেতে পারে বেশ ব্যতিক্রম ।এভাবে সাধারণত ট্রেলার লঞ্চ করা হয় না। রীতিমত গ্র্যান্ড ইভেন্ট। তাই আন্দাজ করাই যায়, বক্স অফিসে ধূমকেতু বেশ ভালই রেজাল্ট করবে। আর বাকিটা সময়ের অপেক্ষা। কয়েকদিন পরেই ছবি মুক্তি , তখনই উত্তর দিয়ে দেবেন দেব শুভশ্রীর অনুরাগীরা।