ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রজাতন্ত্র দিবসে এক অসাধারণ উদ্যোগ নিতে চলেছে আসানসোল সংশোধনাগার। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা(Kabuliwala) নাটক মঞ্চস্থ করা হবে আসানসোল সংশোধনাগারে। রবি ঠাকুরের এই বিখ্যাত সৃষ্টি মঞ্চস্থ করতে চলেছেন আসানসোল সংশোধনাগারের বন্দিরা। জানা যাচ্ছে কাবুলিওয়ালা চরিত্রে যিনি অভিনয় করবেন, তিনি খুনের অপরাধে দণ্ডপ্রাপ্ত এক আসামি। কেমন হলে চলেছে বন্দিদের অভিনীত নাটক তাই নিয়ে আগ্রহী স্থানীয় বাসিন্দারা।
অভিনব উদ্যোগ জেল সুপারের? (Kabuliwala)
জেলের সুপার চান্দ্রেয়ী হাইত বন্দিদের নিয়ে নাটক মঞ্চস্থ করার কথা ভাবেন প্রথম(Kabuliwala)। তিনি এই বিষয়ে প্রথম উদ্যোগ নেন। তাঁকে নাটক মঞ্চস্থ করতে সাহায্য করছেন ডেপুটি সুপার কৃশাণু গঙ্গোপাধ্যায়। সুপার জানান, বন্দিদের নিয়ে তাঁদের উদ্যোগে উৎসাহ দিয়েছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম। ২৬ জানুয়ারি তিনি উপস্থিত থেকে নাটক দেখবেন বলে জানিয়েছেন।
চলছে নাটকের মহড়া (Kabuliwala)
অনেক দিন ধরের এই নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা চলছিল(Kabuliwala)। এখন চলছে নাটকের চূড়ান্ত পর্যায়ের মহড়া। কিন্তু মিনির চরিত্রে অভিনয় করবেন কে? সেই নিয়ে দো টানায় পড়েছেন সকলেই। জেলার সুপার জানিয়েছেন, যে হেতু ওই বয়সের কোনও বন্দি থাকার কথা নয়, তাই বাধ্য হয়েই এ ক্ষেত্রে তাঁরা মিনির চরিত্রটি বাদ দিয়ে নাটকটি করছেন। কিন্তু মিনি চরিত্র বাদ দিয়ে কীভাবে হবে কাবুলিওয়ালা? চিন্তিত সকলেই। তবে কোনো বন্দি মহিলাকে দিয়েও এই চরিত্র করাতে পারেন তাঁরা বলে জানিয়েছেন।
আরও পড়ুন:Soumitra Chatterjee: জন্মদিনে বাবার নাটক ‘চন্দনপুরের চোর’, অন্যভাবে উদ্যাপন সৌমিত্র কন্যা পৌলোমীর
‘বন্দিদের আমিই গান শেখাচ্ছি’
নাটকের(Kabuliwala) পাশাপাশি চলছে গানের চর্চাও। সাথে রয়েছে আবৃত্তি। এ বিষয়ে সুপার বলেন, ‘বন্দিদের আমিই গান শেখাচ্ছি। রিহার্সালও করাচ্ছি। গানের ক্ষেত্রে আমাকে সাহায্য করছেন এক জন হেড ওয়ার্ডেন।’ ডেপুটি সুপার তালিম দিচ্ছেন আবৃত্তির। সুপারের বক্তব্য, ‘এমন সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে থেকে নিজেদের সংশোধন করে নিতে পারবে বন্দিরা।’
সংস্কার জেলের পাঠাগার
আসানসোল সংশোধনাগারে ২০ জন মহিলা–সহ বর্তমানে বন্দির সংখ্যা প্রায় ৪০০। জেলের পাঠাগারের সংস্কারও করতে চান সুপার। তিনি বলেন, ‘জেলে বহু বন্দির সঙ্গে কথা বলে বুঝেছি, তাদের অনেকেই চায় বই পড়তে। এখানে একটি প্রাচীন পাঠাগার আছে, তবে মাত্র ৫০টার মতো বই আছে। সেগুলির অবস্থাও ভালো না। আমি ইতিমধ্যে কারা দপ্তরে চিঠি লিখে পাঠাগার সংস্কারের জন্য আবেদন জানিয়েছি। সেখান থেকে কিছুটা সাড়াও পেয়েছি।”
আরও পড়ুন:Taslima Nasrin: সাহিত্য বিমুখ তসলিমা? পোস্ট বাড়াচ্ছে জল্পনা!
সংস্কৃতির হাত ধরেই বন্দি-মনে সংশোধন?
সুপার এই ধরণের সংস্কৃতির চর্চার মধ্যে দিয়ে বন্দিদের মানসিক অবস্থার পরিবর্তন করতে চান বলে জানিয়েছেন। তাঁর এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সকলে। এর আগেও আমরা এক স্বনামধন্য অভিনেতাকে এমন অসাধারণ উদ্যোগ নিতে দেখেছি। তিনিও জেলবন্দি মানুষদের নিয়ে করেছেন বহু নাটক। তিনি হলেন মুর্শিদাবাদের প্রদীপ ভট্টাচার্য। এছাড়াও অনেকবার অনেক অভিনেতা বা পরিচালককেও এমন উদ্যোগ নিতে দেখেছি বহুবার। তবে আসানসোল সংশোধনাগারের উদ্যোগ এক কথায় প্রশংসার দাবি রাখে।