ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রায় ১০ বছর পর দেব শুভশ্রী (Dev -Subhashree) জুটির পর্দায় ফিরে আসা । সাথে একে অপরের রাগ অভিমান ভুলে কাছে আসলেন তাঁরা। দর্শকদের বহু বছরের পুরানো স্মৃতিকে উস্কে তাঁরা একের পর এক চমক দিয়ে গেলেন মঞ্চে। সত্যি যা মনে থেকে যাবে আজীবন। বলা যেতে পারে টলিউডের ইতিহাসে স্মৃতির পাতায় তোলা থাকবে এই দিনটি। তবে এই যে তাঁরা আবার এত বছর পর মুখোমুখি হলেন বা একসাথে ধরা দিলেন , এর পিছনে রয়েছে আরও দুটি উদার মনের মানুষ। নেটপাড়া কি খেয়াল করেনি সেই দুটি মানুষকে ?
পাশে দাঁড়ানো (Dev -Subhashree)
কথায় বলা হয়, কারোর সাফল্যর পেছনে কেউ না (Dev -Subhashree) কেউ থাকেন । আবার মনের দিক থেকে ভেঙে পড়া মানুষকেও ঘুরে দাঁড়ানোর সাহস যোগান কেউ না কেউ। আর সেইসবের প্রমাণও মনে হয় আরও একবার পাওয়া গেল টলিউডের অন্দরে। কাদের কথা বলা হচ্ছে ? আর কী এমন বড় কাজ করলেন তাঁরা ?
দুই উদার মনের মানুষ (Dev -Subhashree)
দুই উদার মনের মানুষ আর কেউ নয় , তাঁরা হলেন রুক্মিণী মৈত্র (Dev -Subhashree) ও রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। তাঁরা সকলের অগোচরে থাকলেও তাঁরাই কিন্তু দর্শকের প্রিয় জুটি দেব শুভশ্রীকে একই মঞ্চে পুরানো রূপে উপহার দিলেন দর্শককে। কারণ যে জুটি ভেঙে গিয়েছে ১০ বছর আগেই। মনে হয় না সেই জুটিকে আর কেউ ফিরিয়ে আনতে পারত।
দেখতে চাওয়া
দেব শুভশ্রী (Dev -Subhashree) এখন নিজেরা নিজেদের কাজে অনেক সফল। নিজেদের কাজেরও অভাব নেই। দুজনই অনেক অভিজ্ঞ হয়ে উঠেছেন অভিনয়ে। সেখানে মনে হয় না শুধু ছবির প্রচারের জন্য এক হবেন দেব শুভশ্রী জুটি। দেব শুভশ্রীর পিছনে যদি মানসিক সাপোর্ট না থাকত, তাহলে মনে হয় না দুজনে একই মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারতেন। যতই কাজের প্রচার হোক না কেন । একদিকে দেব যেমন সুপারস্টার ,অন্যদিকে শুভশ্রী লেডি সুপারস্টার। তাই বলা যেতে পারে, দেব শুভশ্রী জুটির স্মৃতি ফিরিয়ে আনার পিছনে রাজ ও রুক্মিণীর হাত সবচেয়ে বেশি। রাজ চক্রবর্তী ( Raj Chakrabarty) যিনি শুভশ্রীর স্বামী । অন্যদিকে রুক্মিণী মৈত্র ( Rukmini Maitra) যিনি দেবের কাছের মানুষ। এই দুই মানুষের কথা ভোলেনি নেটপাড়া। যদিও মঞ্চে কিংবা ক্যামেরায় ধরা দেননি দুজনেই। তবে আগে তাঁদের কথা থেকে স্পষ্ট জানা গিয়েছিল দেব-শুভশ্রী জুটিকে তাঁরাও পর্দায় দেখতে চান।
আরও পড়ুন: Mamata Banerjee: আরামবাগে বন্যাদুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী, নিজের হাতে খাওয়ালেন খিচুড়ি
প্রাক্তন কে নিয়ে না ভাবা
রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) ও রুক্মিণী মৈত্র ( Rukmini Maitra) দেব শুভশ্রীকে নিয়ে বিভিন্ন ভিডিওতে জানানো কথা অনুযায়ী পষ্ট যে দুজনেই রাজ-শুভশ্রীর অতীতকে মনে রাখেননি। রাজ চক্রবর্তীকে ( Raj Chakrabarty) বলতে শোনা গিয়েছিল, তিনি দেব-শুভশ্রী জুটির অপেক্ষায় রয়েছেন । পর্দায় এই জুটি দেখার জন্য তিনি একপ্রকার মুখিয়ে রয়েছেন বলা যেতে পারে। অন্যদিকে রুক্মিণী মৈত্রর কাছে থেকেও জানা গিয়েছিল, দেব-শুভশ্রী জুটিকে তিনিও পর্দায় দেখতে চান আবারও। অর্থাৎ দুজনেই বর্তমানের সাথে প্রাক্তনকে জড়িয়ে না ফেলে বরং এগিয়ে দিয়েছেন জুটির এক হওয়ার দিকে। হয়ত সে কারণেই দেব-শুভশ্রী (Dev -Subhashree) আবারও ফিরলেন এত বছর পর। তাই দেব-শুভশ্রী ফিরে আসার নেপথ্যে এই দুই মানুষের অবদান কখনওই অস্বীকার করা যাবে না। সবচেয়ে বড় কথা রাজ, রুক্মিণীর উদার মনের জন্যই হয়তো দর্শক তাদের বহু বছরের হারানো প্রিয় জুটিকে ফিরে পেল।