ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজো মিটতে না মিটতেই বেজে গিয়েছে ভোটের দামামা। নভেম্বরে বাংলায় ৬ আসনে উপনির্বাচন। তার আগেই বিরোধী শিবিরে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন চার হাজারেরও বেশি কর্মী সমর্থক। সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের হাত ধরে মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকার পঞ্চায়েত প্রধান- উপপ্রধান সহ চার হাজারেরও বেশি কর্মী সমর্থক যোগ দিলেন ঘাসফুল শিবিরে। সোমবার বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চ থেকে সবার হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক বাইরন বিশ্বাস।
প্রায় চার হাজারের বেশি মানুষের সমর্থন পেয়ে সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালি হল বলেই মত তৃণমূল বিধায়কের। আগামী দিনে বাড়ি, বাড়ি আরও মানুষকে তৃণমূলে যোগদান করাবেন বলে আশ্বাসও দিয়েছেন সাগরদিঘির তৃণমূল বিধায়ক। এদিন সিপিআইএম, বিজেপি ও কংগ্রেস থেকে প্রায় চার হাজার কর্মী সমর্থক যোগ দেন তৃণমূল কংগ্রেসে।
আরও পড়ুন:https://tribetv.in/accused-of-mixing-spirit-with-alcohol/
সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘি মহাবিদ্যালয়ে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই সাগরদিঘি ব্লকের কুলাডাঙ্গা, তৈলখা, নোয়াপাড়া, সিঙ্গাপাড়া, নয়নডাঙ্গা সাগরদিঘী, গোবরধনডাঙা সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান সহ কর্মীরা এদিন যোগ দেন তৃণমূল কংগ্রেসে। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন। পরে তিনি সকলকে বিজয়ার মিষ্টি মুখ করান। বাইরন বিশ্বাস বলেন, “বিভিন্ন দল থেকে এদিন প্রায় চার হাজারের বেশি কর্মী সমর্থক তৃনমূলে যোগ দিল এর ফলে সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হল।”