ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু-কাশ্মীরের উধমপুর (CRPF Jawan Death) জেলায় বৃহস্পতিবার সকালবেলা ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সিআরপিএফ জওয়ানদের একটি বাহন নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এর ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই জওয়ান। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
কোথায় ঘটেছে? (CRPF Jawan Death)
ঘটনাটি ঘটেছে বসন্তগড় এলাকার কন্ডোয়া অঞ্চলে (CRPF Jawan Death)। জানা গিয়েছে, গাড়িটি যখন কান্ডোয়া-বসন্তগড় রাস্তায় ওঠে, সেই সময় হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরবর্তীতে গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে কয়েকবার উল্টে পড়ে যায় গভীর খাদে।
দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন ২৩ জন জওয়ান (CRPF Jawan Death)
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, সেই সময় গাড়িটিতে মোট ২৩ জন সিআরপিএফ জওয়ান ছিলেন (CRPF Jawan Death)। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় মানুষজন ছুটে আসেন এবং দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করানো হয়।
অবস্থা আশঙ্কাজনক
আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আহতদের সুচিকিৎসার জন্য তড়িঘড়ি করে উধমপুর জেলার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন: September Horoscope: পরের মাসেই সূর্য গ্রহণ, কার হবে ভাগ্য বদল?
রাস্তার খারাপ অবস্থাই দুর্ঘটনার কারণ?
উধমপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সন্দীপ ভট্ট জানিয়েছেন, এই দুর্ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাস্তার খারাপ অবস্থা এবং দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে দুর্ঘটনাস্থলে পুলিশ ও ফরেনসিক দল তদন্ত চালাচ্ছে।