ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান (Mamata Banerjee in Jhargram) জানিয়ে বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের সূচনা মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখা গেল আদিবাসী নৃত্যের তালে পা মেলাতে। ঘরের মেয়ের মতো একাত্ম হয়ে ওঠেন স্থানীয় আদিবাসী সংস্কৃতির সঙ্গে। এরপর হাতে তুলে নেন মাদল, বাজিয়ে জানান উৎসবের আহ্বান।
বিশ্ব আদিবাসী দিবস (Mamata Banerjee in Jhargram)
বিশ্ব আদিবাসী দিবস মূলত ৯ আগস্ট পালিত হয় (Mamata Banerjee in Jhargram)। তবে রাজ্য সরকারের উদ্যোগে এবার ৭ আগস্ট থেকেই শুরু হয়েছে চারদিনের বিশেষ উৎসব। ঝাড়গ্রামের অনুষ্ঠান থেকেই এর সূচনা করলেন মুখ্যমন্ত্রী নিজে। সঙ্গে ছিলেন রাজ্যের আদিবাসী কল্যাণমন্ত্রী বীরবাহা হাঁসদা।
স্থানীয়দের সঙ্গে খোলামেলা কথা (Mamata Banerjee in Jhargram)
অনুষ্ঠানের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয়দের সঙ্গে (Mamata Banerjee in Jhargram) খোলামেলা কথোপকথনে মেতে ওঠেন। তুলে ধরেন রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা। এরপর মঞ্চে উঠে হাতে তুলে নেন এক খুদেকে, আদরে ভরিয়ে দেন তাকে। সেই মুহূর্তে গোটা স্টেডিয়ামজুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

সরকারি প্রকল্পের সুবিধা
মঞ্চ থেকেই একাধিক বাসিন্দার হাতে রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা তুলে দেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী-সহ বিভিন্ন প্রকল্পের সুফল প্রাপকদের মধ্যে নিজ হাতে তুলে দেন সম্মানপত্র। পরে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তিনি। এনআরসি প্রসঙ্গে তিনি বলেন, “আমি যতদিন আছি, বাংলায় এনআরসি করতে দেব না।” কারও নাম না করলেও, ইঙ্গিত ছিল স্পষ্ট। মমতা প্রশ্ন তোলেন, “যাঁরা এনআরসি-র মতো আইন তৈরি করেছেন, তাঁরা নিজেরাই কি জন্মসনদ দেখাতে পারবেন?” তাঁর মতে, এসব আইন সাধারণ মানুষকে ভয় দেখানোর কৌশল ছাড়া আর কিছু নয়।
আরও পড়ুন: Mamata Banerjee: বাংলা ভাষার জন্য লড়াই চলবে, রবীন্দ্রপ্রয়াণ দিবসে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার!
সংস্কৃতি ও প্রতিবাদের মেলবন্ধন
এই অনুষ্ঠান শুধু সাংস্কৃতিক উৎসব নয়, আদিবাসী সমাজের অধিকার এবং মর্যাদার সপক্ষে এক দৃঢ় অবস্থানও। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে স্পষ্ট, রাজ্য সরকারের কাছে আদিবাসীরা কেবল ভোটার নন, তাঁরা এই মাটির সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসের অঙ্গ।