ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার ধুপগুড়ি শহরে লাইন পার হতে গিয়ে উল্টে গেল ভ্যান(Train Service Halted in Dhupguri)। রেলগেটে ধাক্কা খেয়ে রেলগেট ভেঙে রেল লাইনের মাঝে উল্টে গেল একটি পিকআপ ভ্যান। এর ফলে আধঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে রইল রাজধানী এক্সপ্রেস(Train Service Halted in Dhupguri)। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বটতলার এনএন ৩৬ নম্বর রেলগেটে।
কীভাবে ঘটলো ভ্যান দুর্ঘটনা? (Train Service Halted in Dhupguri)
ঘটনাস্থল থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রেলগেটের কর্মীর কাছে ডাউন রাজধানী এক্সপ্রেস যাওয়ার খবর আসতেই তিনি রেলগেট নামাতে যান(Train Service Halted in Dhupguri)। ঠিক সেই সময় আচমকা দ্রুতগতিতে একটি পিকআপ ভ্যান রেলগেট পার হওয়ার চেষ্টা করে। তখনই রেলগেটে ধাক্কা মেরে লাইনের মাঝখানে উল্টে যায় ভ্যানটি। এক রেলকর্মী জানিয়েছেন, ভ্যানটি রেলগেটে ধাক্কা দেওয়ায় তা ভেঙে গিয়েছে।
আরও পড়ুন:Hooghly Fake Passport: চন্দননগরে জাল পাসপোর্টের রমরমা, গ্রেফতার ৩
জরুরিকালীন ব্রেক কষে দাঁড়িয়ে যায় রাজধানী(Train Service Halted in Dhupguri)
যে কারণে আধ ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল রাজধানী এক্সপ্রেস এর মতো গুরুত্বপূর্ণ ট্রেন(Train Service Halted in Dhupguri)। রেলগেট থেকে কিছুটা দূরে জরুরিকালীন ব্রেক কষে দাঁড়িয়ে যায় ডাউন রাজধানী। জানা যায় গুয়াহাটি থেকে আসছিল রাজধানী ট্রেনটি। অবশেষে জিআরপি এবং রেলকর্মীদের হস্তক্ষেপে লাইন থেকে সরানো হয় ভ্যান। তারপরেই আবার চলে রাজধানী এক্সপ্রেস। পিকআপ ভ্যানটিকে সরিয়ে দেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পিকআপ ভ্যান সরিয়ে স্বাভাবিক হয় রেল চলাচল
দুর্ঘটনায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় জিআরপি। ছুটে আসেন ধূপগুড়ি স্টেশন সুপারও। দেখা যায় স্থানীয়েরা ভিড় করে রয়েছে ঘটনাস্থলে। স্থানীয়দের ভিড় উপচে পড়েছে দুর্ঘটনাস্থলে। রেললাইন থেকে পিকআপ ভ্যানটিকে সরিয়ে দেওয়ার পরে রেল চলাচল স্বাভাবিক হয়। তার আগে প্রায় আধ ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল রাজধানী এক্সপ্রেস(Train Service Halted in Dhupguri)।
আরও পড়ুন:Jhargram Doctor News: চিকিৎসকের রহস্যমৃত্যু, রাজ্যকে রিপোর্ট তলব হাইকোর্টের
ঘটতে পারতো আরও বড়সড় দুর্ঘটনা বলে আশঙ্কা
রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ডাউন রাজধানী এক্সপ্রেস আসছে বলে রেলগেটের কর্মীর কাছে খবর আসতেই তিনি রেলগেট নামাতে যান। সে সময় একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে রেলগেট পার করার চেষ্টা করছিল। তা করার সময় গেটে ধাক্কা মেরে লাইনের মাঝখানে উল্টে যায় ভ্যানটি। রেলগেট থেকে কিছুটা দূরে জরুরিকালীন ব্রেক কষে ডাউন রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করান চালক। রেল কর্তৃপক্ষ এবং স্থানীয় লোকজন আশঙ্কা প্রকাশ করে বলছেন, সঠিক সময়ে চালক ব্রেক কষতে না পারলে আরও বড়সড় দুর্ঘটনা হতে পারত। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই পিকআপ ভ্যানের চালকের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে।