ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিন যত যাচ্ছে ততই প্রকাশ্যে আসছে পাসপোর্ট জালিয়াতি (Hooghly Fake Passport) কাণ্ডের আরও মাথার খোঁজ। এবার চন্দননগর পুলিশের জালে ৩ অভিযুক্ত। গ্রেফতার একজন অস্থায়ী ট্রাফিক হোমগার্ড। ধৃতদের নাম মহঃ ইমরান, মোহন সাউ ও বিশ্বজিৎ ঘোষ। পুলিশ জানিয়েছে, ইমরান টিএইচজি ছিলো। তার বাড়ি চাঁপদানী। মোহন সাউয়ের বাড়ি বৈদ্যবাটি। এবং বিশ্বজিৎয়ের বাড়ি তারকেশ্বরে।
চন্দননগর পুলিশ সূত্রে খবর, ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট (Hooghly Fake Passport) তৈরি করে দিত। একই আধার নম্বর দিয়ে বার বার পাসপোর্টের জন্য আবেদন করা হয়। সন্দেহ হওয়ায় ভদ্রেশ্বর থানার পুলিশ তদন্তে নামে। ৩ জনকে গ্রেফতার করে।
ধৃত ৩ জনকে বৃহস্পতিবার চন্দননগর আদালতে পেশ করা হয়। এই চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। জানা গিয়েছে, গত ২৩/১১/২৪ তারিখে সুয়োমটো কেস করে ভদ্রেশ্বর থানার পুলিশ দক্ষিণ ২৪ পরগনার নামখানার মৌসুনি দ্বীপ থেকে মোহন সাউকে গ্রেফতার করে (Hooghly Fake Passport) । তারকেশ্বর থেকে বিশ্বজিৎ ঘোষ ও চাঁপদানী থেকে মহঃ ইমরানকে গ্রেফতার করে। অভিযুক্তদের এদিন চন্দননগর মহকুমা আদালতে তুললে বিচারক ১০ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন: https://tribetv.in/jhargram-doctor-news-cal-hc-seeks-report-from-state-gov/
আরও পড়ুন: https://tribetv.in/adhir-ranjan-chowdhury-has-hit-the-high-court/
অন্যদিকে, হাওড়া সিটি পুলিশের অভিযানে টিকিয়াপাড়া থেকে গ্রেফতার আরও ২ অভিযুক্ত। ধৃতদের নাম, বিশ্বজিৎ দে ও ফারুক আনসারী। অভিযোগ, বিভিন্ন জাল নথি এরা তৈরি করতো। বুধবার রাতে পুলিশি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে নকল জন্ম সার্টিফিকেট, ভোটার,প্যান,আধার কার্ড পাওয়া যায় বহু লোকের। এরা নকল আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স বানাতো বলে পুলিশ সূত্রে খবর। জাল পাসপোর্ট চক্রে (Hooghly Fake Passport) ধৃতরা জড়িত থাকতে পারে বলে অনুমান গোয়েন্দাদের। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।