ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাধারণ মানুষ খোবে ফেটে পড়ছে (Nabanna), প্রশাসনের অতি বাড়াবাড়ি আর সহ্য করা যাচ্ছে না। নবান্ন অভিযান ঘিরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়ে বিরক্ত সাধারণ মানুষ। দৈনন্দিন কাজকর্ম লাটে ওঠার জোগাড়। RG কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ নবান্ন অভিযান। মিছিল আটকাতে তৎপর হয়ে উঠেছে পুলিশ।
ডোন্ট ক্রস লাইন (Nabanna)
রানি রাসমণি অ্যাভিনিউয়েও লৌহকপাট। লোহার ব্য়ারিকেড শিকল দিয়ে বাঁধা। পুলিশের তরফে ‘শান্তি বজায় রাখুন’, ‘ডোন্ট ক্রস লাইন‘ লেখা ব্যানারে ছেয়ে গেছে গোটা রাস্তা। হাওড়া ব্রিজে ওঠার মুখেই রোডগুলোতেও নিরাপত্তার কড়াকড়ি। প্রায় ১২ ফুট উঁচু লোহার গার্ডরেল মাটি খুঁড়ে পোঁতা হয়েছে।

নিরাপত্তার বাঁধন (Nabanna)
মিছিল আটকাতে তৎপর পুলিশ। রেড রোডের দুই প্রান্তে দাঁড় করানো হয়েছে বড় বড় ২টি কন্টেনার। নবান্নমুখী রাস্তাগুলোতে বাঁশ ও লোহার ব্যারিকেড বেঁধে পোক্ত করা হয়েছে নিরাপত্তা। হাওড়ার ফোরশোর রোডেও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হাওড়া ব্রিজে ওঠার অ্যাপ্রোচ রোডগুলোতেও নিরাপত্তার কড়াকড়ি। সাঁতরাগাছি এবং কোনা এক্সপ্রেসওয়ের বেলেপোলেও আঁটসাঁট নিরাপত্তা। রানি রাসমণি অ্যাভিনিউয়েও লৌহকপাট।
আরও পড়ুন: Offbeat Places: অন্তিমের সন্ধানে, নিজের চোখে একবার দেখে আসবেন নাকি অন্তিম কিছু জায়গা?
পুলিশের এই হয়রানির ফলে অফিস যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সাধারণ মানুষ খোপে ফেটে পড়ছে, প্রশাসনের অতি বাড়াবাড়ি আর সহ্য করা যাচ্ছে না। নবান্ন অভিযান ঘিরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়ে বিরক্ত সাধারণ মানুষ। দৈনন্দিন কাজকর্ম লাটে ওঠার জোগাড়। RG কর-কাণ্ডে বিচারের দাবিতে আজ নবান্ন অভিযান। মিছিল আটকাতে তৎপর হয়ে উঠেছে পুলিশ।