ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজিকর মেডিক্যাল কলেজ কাণ্ডের পর একবছর পার। আজ শনিবার নবান্ন অভিযানের ডাক। শহর ঘিরে ফেলা হয়েছে ব্যারিকেডে (Nabanna Abhijan)।
নবান্ন অভিযান (Nabanna Abhijan)
আরজিকর মেডিক্যাল কলেজ কাণ্ডের একবছর পার। এক বছর আগেই ছিল সেই ভয়ের দিন। ডিউটি আওয়ার্সে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যু। তদন্তে দোষী সাব্যস্তও হয়েছে একজন। কিন্তু সেই তদন্তে মোটেই খুশি নয় নির্যাতিতার পরিবার ও আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সেই কারণেই আজ দেওয়া হয়েছে নবান্ন অভিযানের ডাক (Nabanna Abhijan)।
নবান্ন চলো অভিযানে অভয়ার পরিবার, থাকছেন শুভেন্দু অধিকারী। আজ বিকেলেই অভয়া মঞ্চের ডাকে কালীঘাট চলো অভিযান।
এই মিছিলের জন্য প্রশাসনের তৎপরতা তুঙ্গে। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে শহরের নানা গুরুত্বপূর্ণ রাস্তা। নবান্ন এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ড্রোন দিয়েও চলবে নজরদারি। প্রচুর সংখ্যক মানুষের জমায়েত অনুমান করা হচ্ছে। তাই মিছিল নিয়ন্ত্রণ করতে পুলিশ প্রশাসন তৎপর।
কোন কোন রাস্তায় নিয়ন্ত্রণ (Nabanna Abhijan)
শনিবার ভোর ৪টে থেকে কলকাতায় বড় কন্টেনার গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাত ১০টা পর্যন্ত সেই নিষেধাজ্ঞা বজায় থাকবে।
পণ্যবাহী গাড়ি যেতে পারবে না বিদ্যাসাদর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, সার্কুলার গার্ডেন রিচ রোড, হাইড রোড, কোল বার্থ রোড, কলকাতা ডকে (Nabanna Abhijan)।

আরও পড়ুন : SBI Credit Card Policy: স্টেট ব্যাঙ্কের নয়া নীতি, ১১ অগাস্ট থেকে বন্ধ হতে চলেছে এই সুবিধা
যান নিয়ন্ত্রণ করা হচ্ছে জওহরলাল নেহরু রোড, আর আর অ্যাভিনিউ, ডাফরিন রোড, মেয়ো রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, ক্যাথিড্রাল রোড, এজেসি বোস রোড, এস এন ব্যানার্জি রোড, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, কাউন্সিল হাউস স্ট্রিট, সেন্ট জন্স গেট রোড, স্ট্র্যান্ড রোড, এমজি রোড, কেকে টেগোল স্ট্রিট, ব্রেবোর্ন রোড এবং হাওড়া সেতু।
পুলিশের পরামর্শ কোথাও যাওয়ার আগে রুট পরিকল্পনা এবং প্রয়োজনে বিকল্প পথ ব্যবহার করেন মানুষ। ট্রাফিক পরিস্থিতির আপডেট দেওয়া হবে পুলিশের সোশ্যাল মিডিয়া ও ট্রাফিক হেল্পলাইন নম্বর মাধ্যমে (Nabanna Abhijan)।