ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় কমেডি কেত্তন। অভিনেতা অঙ্কুশ (Ankush Hazra) কি অভিনয় (Acting) ছেড়ে দিলেন? হঠাৎ করে মন দিলেন কমেডি শো’তে। তাও আবার যে সে শো নয়, স্ট্যান্ড আপ কমেডি নিয়ে তিনি আসছেন কলকাতায় (Kolkata)। এই কলকাতাতেই এবার দেখতে পাবেন ‘কমেডি কেত্তন’। অঙ্কুশ হাজরা, টলিপাড়ার (Tollywood) জনপ্রিয় একজন অভিনেতা। যাকে নানান সময় সিনেমায় কৌতুক চরিত্রে অভিনয় করতে দেখেছেন। বহু কমিক চরিত্রে তিনি ধরা দিয়েছেন। দর্শকের মন জিতেছেন। এবার তিনি কোনও কমিক চরিত্র কিংবা কমেডি ছবি নয়। আসছেন স্ট্যান্ড আপ কমেডি শো নিয়ে।
চেনা গণ্ডির বাইরে অঙ্কুশ (Ankush Hazra)
আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই স্ট্যান্ড আপ কমেডি শো। কলা মন্দিরে বসবে সেই হাসি মজার আসর। এই অনুষ্ঠানের আয়োজনে রয়েছে শালিমারের বঙ্গ ব্যঙ্গ। অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। অভিনেতাকে (Ankush Hazra) এবার দেখতে পাবেন, একদম চেনা গণ্ডির বাইরে, তাও আবার অন্যরূপে। তা বলে তিনি অভিনয় ছেড়ে দিচ্ছেন, এমনটা একেবারেই নয়।
কী বললেন অঙ্কুশ? (Ankush Hazra)
ট্রাইব টিভির তরফ থেকে অভিনেতা অঙ্কুশের (Ankush Hazra) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যখন বাংলা সিনে দুনিয়ার অনেকে ছবি নিয়ে, হল নিয়ে ব্যস্ত, তখন অঙ্কুশ ব্যস্ত কমেডি নিয়ে। অভিনেতা অঙ্কুশ জানালেন, বাংলায় এমন শো কোনও দিন হয়নি। হিন্দিতে প্রচুর হয়েছে। তিনি এই ধরনের শো’য়ে গেস্ট হিসেবে থাকতে পেরে ভীষণ খুশি। তাঁকে প্রথমে অনুরোধ করা হয়েছিল, এখানে থাকার জন্য।
এখন স্ট্যান্ড আপ কমেডির ভালো চল এসেছে। প্রচুর স্ট্যান্ড আপ কমেডি হচ্ছে। সেক্ষেত্রে বাংলায় প্রচুর ইয়ং ট্যালেন্ট রয়েছে। তাদেরকে সাপোর্ট করতে হবে। এমনটাই বললেন অভিনেতা। তবে খেয়াল রেখেছেন, এই শোতে যেন অন্য কাউকে নিয়ে খিল্লি না করা হয়। তাঁকে নিয়ে যতই মজা হাসি ঠাট্টা করা হোক না কেন, বাংলা ইন্ডাস্ট্রি কিংবা বাংলা ইন্ডাস্ট্রির অন্য কেউ যেন এখানে মজার বিষয় না হন। সেই বিষয়টা আগে থেকেই স্পষ্ট করে বলে দিয়েছেন।
আরও পড়ুন: Santan: দক্ষিণী ছবির ঝোড়ো ব্যাটিং, বঙ্গে হল পাচ্ছে না রাজের ‘সন্তান’
খুশি অনুরাগীরা
স্বাভাবিক ভাবেই অঙ্কুশের অনুরাগীরা তো ভীষণ খুশি। এর আগেও অঙ্কুশকে দেখা গিয়েছিল বহু রিয়েলিটি শো থেকে শুরু করে অ্যাওয়ার্ড শো’য়ের সঞ্চালনা করতে। পাশাপাশি সমান্তরাল ভাবে চলেছে অভিনয়ের কাজ। এই শো’য়ের টিকিটের দাম শুরু হচ্ছে ৪৯৯ টাকা থেকে। অঙ্কুশ নিজেই এই শো’য়ের খবর সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন। কলকাতা কমেডি কেত্তন অনুষ্ঠানে অঙ্কুশের সঙ্গে পারফর্ম করতে দেখবেন অনিন্দ্য সেনগুপ্ত, সৌরভ পালোধী, আর জে দেবী, সহ অনেককে।
আরও পড়ুন: Dev: দেব-রুক্মিণী ভালো আছে, অন্যের কথায় কান দেন না! অকপট অভিনেতা
আদ্যপান্ত কমার্শিয়াল ছবিকেই গুরুত্ব
প্রসঙ্গত, অঙ্কুশকে শেষবার দেখা গিয়েছে মির্জা ছবিতে। সেটাই ছিল তাঁর প্রথম প্রযোজিত ছবি। টলিউডে নিশ্চয়ই খেয়াল করেছেন, এখন ছক ভাঙার জোয়ার। তবে সেই তালিকায় অঙ্কুশ হাজরা কিছুটা ব্যতিক্রম। তিনি আদ্যপান্ত কমার্শিয়াল ছবিকেই এখনও ধরে রেখেছেন। প্রযোজক অভিনেতা দুই ভূমিকাতেই ছক্কা হাঁকিয়েছেন টলিপাড়ায়। পা রেখেছেন ওটিটি দুনিয়াতে। চেনা ছকের বাইরে তিনি নিজেকে বারংবার তুলে ধরেছেন। এবার স্ট্যান্ড আপ কমেডিয়ানের ভূমিকায় দেখবেন অভিনেতাকে।