ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার ‘রক্তারক্তি’ কাণ্ড সংসদে। রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি সাংসদকে ধাক্কা মারার অভিযোগ ওঠে (FIR against Rahul)। রক্ত ঝরেছে বিজেপি সংসদ প্রতাপ সারেঙ্গির। রাহুল গান্ধীর বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করল বিজেপি।পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজরা অভিযোগ দায়ের করেন বিরোধী দলনেতার বিরুদ্ধে।
সংসদে মারপিট (FIR against Rahul)
সংসদের মকরদ্বারের বাইরে বিজেপি-বিরোধী এমপিদের প্রবল ধস্তাধস্তি হয়। তখন রাহুল গান্ধীর (FIR against Rahul) ধাক্কায় বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গী ও মুকেশ রাজপুত জখম হন বলে অভিযোগ। সেই ইস্যুতেই মূলত সরগরম পরিস্থিতি দেশজুড়ে। এই আবহে বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারাঙ্গি হাসপাতালের আইসিইউ-তে ভরতি রয়েছেন। এই আবহে এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর বিজেপির। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজরা অভিযোগ দায়ের করেন বিরোধী দলনেতার বিরুদ্ধে।
নতুন প্রশ্ন (FIR against Rahul)
বৃহস্পতিবারের ঘটনা ভারতের সংসদীয় ব্যবস্থা ও সাধারণ আইনে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। ভারতীয় সংসদের নিয়ম অনুযায়ী, যদি লোকসভার কোনও সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, তবে লোকসভার স্পিকার অনুমতি না দিলে পুলিশ সেই বিষয়ে তদন্ত করতে পারে না। কংগ্রেসের (FIR against Rahul) তরফ থেকে স্পিকারকে জানানো হয়েছে পাল্টা অভিযোগ।
কংগ্রেসের অভিযোগ
মল্লিকার্জুন খাড়গেদের অভিযোগ, কংগ্রেস সাংসদদের সংসদে ঢুকতে বাধা দিচ্ছিলেন বিজেপির সাংসদরা। পাল্টা থেমে থাকেননি কংগ্রেস সাংসদরাও। প্রসঙ্গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছিলেন, ‘অভি এক ফ্যাশন হো গয়া হ্যায় – আম্বেদকর। ইতনা নাম আগর ভগবান কা লেতে তো সাত জনম তাক স্বর্গ মিল জাতা’।
প্রতিবাদ কংগ্রেসের
এই মন্তব্যের প্রতিবাদে বুধবার সংসদ চত্বরের সামনে আম্বেদকরের ছবি নিয়ে প্রতিবাদ জানায় কংগ্রেস । শাহের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবারও সংসদে সরব হন বিরোধীরা। গোটা দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে হাত শিবিরও। এরই মাঝে সংসদ ভবনে এই ঘটনা রীতিমতো নজিরবিহীন। মল্লিকার্জুন খড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীকে ধাক্কা মারা হয়েছে বলে পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলে বিরোধী শিবির। বৈঠক চলছিল কংগ্রেস সংসদীয় কমিটির। বৈঠক শেষে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে মিছিল করেন অন্যান্য কংগ্রেস সাংসদরা। সংসদের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে চলে প্রতিবাদ। সেই ফাঁকেই রাহুল গান্ধী সংসদের মধ্যে প্রবেশ করতে গেলে তাঁকে বাধা দেন বিজেপি সাংসদরা, এমনটাই অভিযোগ লোকসভার বিরোধী দলনেতার। এখন দেখার, কী ভূমিকা নেন লোকসভার অধ্যক্ষ? প্রাধান্য পাবে কি গণতান্ত্রিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ? নাকি, গুরুত্ব পাবে রাজনীতির কদর্যতা? সেটাই এখন দেখার।