Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি কঙ্গনা রানওয়াত (Kangana Ranaut) রেগে গেলেন জয়ার উপর! সমাজ মাধ্যমের পাতায় মাঝে মধ্যেই উঠে আসে অভিনেতা অভিনেত্রীদের নাম। আর সেটা বিভিন্ন কারণে। কখনও ভালো প্রশংসার জন্য, কখনও নিন্দার জন্যে সমাজ মাধ্যমের পাতায় তাঁদের নাম ভেসে ওঠে। সম্প্রতি কঙ্গনা রানাওয়াত ও জয়া বচ্চনের (Jaya Bachchan) নাম উঠে আসল সংবাদ মাধ্যমের পাতায়। জয়া বচ্চনের উপর রেগে গেলেন কঙ্গনা। কেন ? কী জন্য ? কী বললেন কঙ্গনা রানাওয়াত?
কী বললেন অভিনেত্রী ? (Kangana Ranaut)
মঙ্গলবার দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে সবার সামনে মেজাজ হারিয়ে ফেলেন জয়া বচ্চন (Kangana Ranaut)। শুধু তাই নয়, তিনি অনুরাগীর গায়েও হাত তুলে ফেলেন। এমন ঘটনায় নিন্দা করেছেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত (Kangana Ranaut)। অভিনেত্রীর মতে , ‘জয়া একজন খারাপ মহিলা। শুধুমাত্র অমিতাভ বচ্চনের স্ত্রী বলে , সবাই জয়ার মেজাজ সহ্য করে নেন। ‘ অভিনেত্রী কঙ্গনা জয়া বচ্চনকে ঝগড়ুটি ঝুটিওয়ালা মোরগের সাথে তুলনা করেছেন।
কী ঘটেছিল ? (Kangana Ranaut)
গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে (Kangana Ranaut) । সেখানে দেখা গিয়েছে জয়া বচ্চন (Jaya Bachchan) দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন জয়ার সাথে সেলফি তোলার জন্য এক অনুরাগী তাঁর কাছে আসেন। অভিনেত্রী জয়া প্রথমটা কিছু বুঝতে পারেননি। কিন্তু পরে জয়া ওই অনুরাগীকে সজোরে ঠেলে দেন। আকস্মিক এমন ব্যবহারে অপ্রস্তুত হয়ে পড়েন ওই অনুরাগী। কিন্তু ওই অনুরাগীর উপরে রাগ দেখানোর পরেই জয়া সেখান থেকে চলে যান। এমন ঘটনায় হতবাক হয়ে যায় উপস্থিত সকলেই।
কথা শোনানো
অভিনেত্রী জয়ার মেজাজ সম্পর্কে অল্পবিস্তর সকলেরেই জানা। প্রায় সময় তাঁর মেজাজ হারিয়ে ফেলতে দেখা যায়। আর নেটিজেনদের চোখ সর্বক্ষণই সব জায়গায় থাকে। সুতরাং মাঝে মধ্যেই তাঁর রাগের জন্য সংবাদ মাধ্যমের পাতায় উঠে আসে বিতর্কিত খবর। কিন্তু এবারে এমন ঘটনায় অভিনেত্রী কঙ্গনা এক হাত নিলেন জয়ার উপর। একে অপরকে তুলোধোনা এই প্রথম নয়। বেশ কয়েক বছর আগেও বলিউড ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা করেছিলেন কঙ্গনা। আর তাতে কঙ্গনাকে বেশ কথা শুনিয়েছিলেন জয়া। জবাবে কঙ্গনা মনে করেছিলেন, জয়ার সাথে একই ঘটনা ঘটলে জয়া কি চুপ থাকতেন ?
আরও পড়ুন: ChatGPT 5: চ্যাটজিপিটি-৫ ঘিরে অভিযোগের ঝড়, সমস্যা মেটালো ওপেনএআই!
প্রশংসা করা
সব জায়গায় কঙ্গনা জয়াকে যে, খারাপ কথা বলেন তা কিন্তু নয়। কারণ গত বছরই শোনা গিয়েছিল একটি সাক্ষাৎকার। যেখানে কঙ্গনা জানিয়েছিলেন , বিনোদন জগতে সবথেকে মর্যাদাপূর্ণ মানুষের মধ্যে জয়া বচ্চন (Jaya Bachchan) একজন। রাজ্যসভায় চলচ্চিত্র জগত থেকে জয়া যেভাবে প্রতিনিধিত্ব করেন তা খুবই ভালো লাগে কঙ্গনার।