ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আত্মহত্যা নয়, খুন করা হয়েছে ভাঙড়ে দম্পতিকে, তা কার্যত স্পষ্ট। তবে খুনের পরতে পরতে রয়েছে রহস্য। সকাল থেকেই এলাকায় তদন্তে নেমেছে বিশেষ প্রতিনিধি দল। তদন্তে উঠে আসছে একাধিক দাবি। এলাকার বিভিন্ন দোকানের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে প্রতিনিধিরা। মহিলাকে গলায় দড়ি দিয়ে মারা হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে স্বামী। অর্ধনগ্ন অবস্থায় ঝুলছে স্ত্রীর দেহ। রবিবার সাত সকালে দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে (Bhangar Murder Case)। ঘটনাস্থল চন্দনেশ্বর থানার কালীতলা এলাকা। তবে কি ফের জোড়া খুন? কলকাতা পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু স্পষ্টভাবে এখনই কোনও কিছুই বলতে পারছেন না কেউ। এলাকায় চলছে জিজ্ঞাসাবাদ।
আরও পড়ুন: Kolkata Fire: সাতসকালে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন! অগ্নিদগ্ধ যুবক
নিজেদের বাড়ি থেকেই দম্পতির দেহ উদ্ধার হয়। নিহতদের নাম মোশারেফ পিয়াদা ও শাহানারা বিবি। স্থানীয় সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় মোশারেফের দেহ। মৃত ব্যক্তি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন । তাঁর ১২ বছরের ছেলের দাবি, সকালে ঘুম থেকে উঠে মা-বাবার দেহ দেখতে পায় সে। ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তার বাবা। বাড়ি থেকে কিছুটা দূরে অর্ধনগ্ন অবস্থায় মায়ের দেহ পাওয়া যায়। বাড়ির দরজার ছিটকিনি ভাঙা ছিল বলেও জানিয়েছে ছেলে ।
কিন্তু, খুনের কারণ, এর নেপথ্যে কারা রয়েছে সব কিছুই তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনায় রীতিমতো আতঙ্কের আবহ চন্দনেশ্বরে। রাস্তায় ছড়িয়ে ছিঁটিয়ে রক্তের দাগ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি কাটারি উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কে করল খুন? অভিসন্ধি কী? তা বলতে পারছে না কেউই। পাশেই রয়েছে। ঘটনায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে সেখানেও। কয়েকদিনের ব্যবধানে পরপর খুনে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। কী করছে কলকাতা পুলিশ? প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।