Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সামনেই এশিয়া কাপ, আজ দল ঘোষণা করার কথা ছিল ভারতের। তবে সেটা পিছিয়ে গেল খারাপ আবহাওয়ার কারণে (Asia Cup 2025)। তবে সূত্রের খবর ভারতীয় অধিনায়ক পৌঁছে গেছেন BCCI দপ্তরে।
ভারতীয় দল নির্বাচন (Asia Cup 2025)
এশিয়ায় কাপের দিকে এখন নজর ভারতীয় শিবিরের। যেখানে হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান। পাকিস্তান তার দল আগেই ঘোষণা করে দিয়েছে তবে ভারতের আজ দল ঘোষণা করার কথা ছিল। দুপুর ১.৩০টায় মুম্বইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ের সাংবাদিক বৈঠকের মাধ্য়মে প্রধান নির্বাচক অজিত আগরকর ও দলের অধিনায়ক এশিয়া কাপের জন্য ভারতীয় দলের ঘোষণা করবেন বলেই ঠিক ছিল (Asia Cup 2025)।
তবে BCCI-এর তরফে জানানো হয়েছে ‘পরিবেশজনিত বাধা বিঘ্নের জেরে প্রথম সাংবাদিক বৈঠকটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।’ এশিয়া কাপের দল নিয়ে জল্পনা প্রবল। কে দলে জায়গা পাবে আর কে ব্রাত্য থাকবেন সেই নিয়ে করছে অব্যাহত। এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন শুবমান গিল। বোর্ড চাইছে অভিষেক শর্মা এবং স্যামসনের ওপেনিং জুটিতে পরিবর্তন না আনতে (Asia Cup 2025)।
ইংল্যান্ড সফরে সিরাজের দুর্দান্ত বোলিং সবার মন জয় করে নিলেও রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ড ভরসা রাখতে চলেছে বুমরার উপরই। অর্শদীপের খেলা মোটামুটি নিশ্চিত। বাকি দুই পেসার হতে পারেন হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণ।
আরও পড়ুন: 19 August Horoscope: ত্রিপুষ্কর ও সনফ যোগেই খুলবে ভাগ্য, জানুন আজকের রাশিফল…
অন্যদিকে পাকিস্তান দোল নির্বাচনের ক্ষেত্রে পাকিস্তান বোর্ড কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। তারা দলের দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানচাড়িয়ায় কে ছাড়াই খেলতে নামবে এশিয়া কাপ। দলের পারফর্মেন্স নিয়ে মোটেও খুশি নয় পাক ক্রিকেট বোর্ড। পাকিস্তান দলের প্রাক্তন তারকারাও একহাত নিয়েছেন দলের সদস্যদের। প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলিও পাকিস্তানের হার নিয়ে নিশ্চিত বলেই বলেছেন তার বক্তব্যে। তিনি আরো বলেছেন ভারতের কাছে হার একপ্রকার নিশ্চিত পাক দলের।
আজ এশিয়া কাপের জন্য ভারতীয় দলের সাথে সাথে অস্ট্রেলিয়া ও আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় মহিলা দল ঘোষণা করারও কথা আছে। এখন সবাই তাকিয়ে ভারতীয় দলে কে জায়গা পে আর কাকে থাকতে হয় ব্রাত্য (Asia Cup 2025)।