Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাত পোহালেই কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya Puja)। এই পবিত্র তিথিকে কেন্দ্র করে তারাপীঠে ইতিমধ্যেই শুরু হয়েছে ভক্তদের ঢল। প্রতি বছরের মতো এবারও লক্ষাধিক মানুষের সমাগমের আশঙ্কায় প্রস্তুত প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে মোতায়েন থাকছেন ৫০০ পুলিশ আধিকারিক-সহ প্রায় ১৫০০ পুলিশ কর্মী এবং ২০০০ সিভিক ভলান্টিয়ার।
ভিড়ের মাঝেই দেখা যাবে আরতি (Kaushiki Amavasya Puja)
মন্দিরের চারপাশে বসানো হয়েছে একাধিক ওয়াচ টাওয়ার, জুড়ে দেওয়া হয়েছে সিসিটিভি (Kaushiki Amavasya Puja) ক্যামেরা। দর্শনার্থীরা যাতে ভিড়ের মাঝে থেকেও মায়ের পুজো এবং আরতি সরাসরি দেখতে পারেন, সেই ব্যবস্থাও করেছে মন্দির কর্তৃপক্ষ। মন্দির চত্বরে বসানো হয়েছে একাধিক জায়ান্ট স্ক্রিন।
কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য (Kaushiki Amavasya Puja)
কথিত আছে, ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমূল (Kaushiki Amavasya Puja) বৃক্ষের নিচে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। এই দিনেই তিনি ধ্যানস্থ অবস্থায় মা তারার আবির্ভাব অনুভব করেন। পুরাণ মতে, এই তিথিতে মা তারা কৌশিকী রূপে শুম্ভ-নিশুম্ভ নামক অসুরদের দমন করেন। এই ঘটনা থেকেই ‘কৌশিকী অমাবস্যা’ নামের উৎপত্তি।
অন্তর থেকে ফল লাভ হয়
মা তারা দশ মহাবিদ্যার মধ্যে দ্বিতীয়। কৌশিকী তাঁরই এক বিশেষ রূপ। হিন্দু তন্ত্র মতে, এই তিথিতে তপস্যা করলে অন্তর থেকে ফল লাভ হয়। কৌশিকী শব্দের অর্থ আদ্যাশক্তির বিশেষ প্রকাশ। বলা হয়, এই দিন সাধনায় বসলে স্বর্গ-নরকের দরজা উন্মুক্ত হয়ে যায় এবং সাধক নিজের ইচ্ছেপূরণে সক্ষম হন।
বামাক্ষ্যাপার সাধনার স্মৃতি
বেলাগাম ভক্তির ইতিহাস জড়িয়ে আছে এই তিথির সঙ্গে। বিশ্বাস করা হয়, এই তিথিতেই মহাশ্মশানে বামদেব তথা বামাক্ষ্যাপা শ্বেত শিমূল বৃক্ষতলে সাধনায় বসেছিলেন। মা তারা তখন তাঁকে দর্শন দিয়েছিলেন। সেই থেকেই বিশ্বাস মা তারা ডাকে সাড়া দেন, কাউকে খালি হাতে ফেরান না।

বিপুল ভিড় ও নিরাপত্তা
প্রতি বছর কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ ভক্ত তারাপীঠে পাড়ি দেন মা তারার আশীর্বাদ নিতে। এই বিপুল জনসমাগম সামলাতে রাস্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ট্রাফিক পুলিশ। শহরের প্রবেশপথে বসানো হয়েছে নজরদারি ক্যামেরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যেকোনও অপ্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে বিশেষ কন্ট্রোল রুমও।
আরও পড়ুন: TMC Protest in Parliament: সংসদ চত্বরে গান গেয়ে প্রতিবাদ, বাংলার অপমানের বিরুদ্ধে সরব তৃণমূল
এছাড়াও, বৌদ্ধ তান্ত্রিকরাও এই বিশেষ তিথিতে সাধনায় বসেন। তন্ত্র মতে, এদিন পজেটিভ এবং নেগেটিভ শক্তিকে আত্মস্থ করে নেওয়ার এক বিশেষ সময়, যা সাধকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে কৌশিকী অমাবস্যা ঘিরে তারাপীঠে এক অন্য আবহ-একদিকে অগণিত ভক্তের আনাগোনা, অন্যদিকে ঐতিহ্য, বিশ্বাস ও আধ্যাত্মিকতার মিলনমেলা।