Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জাতীয় দলে সুযোগ পান নি তিনি, শ্রেয়স আইয়ারের জায়গায় মুম্বই ক্রিকেটে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে অন্য এক তারকা (Shreyas Iyer)।
ঘরোয়া ক্রিকেট ব্রাত্য শ্রেয়স (Shreyas Iyer)
কিছুদিন আগেই এশিয়া কাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেই দলে জায়গা পেয়েছেন গিল। দলের সহ অধিনায়ক পদে খেলতে দেখা যাবে এই তারকা ব্যাটসম্যানকে। সেই নিয়ে যেমন একদিকে কারোর মনে বিস্ময় রয়েছে তেমনই বিতর্ক তৈরি হয়েছে শ্রেয়স আইয়ারের দলে জায়গা না পাওয়া নিয়ে (Shreyas Iyer)।
দল নির্বাচনের পর থেকেও নানান সমালোচনা আর বিতর্কের মধ্যে পড়তে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। নিজের জীবনের সেরা ছন্দে থাকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে দলে না রাখার কারণে প্রশ্নের মুখে দাঁড়িয়ে বোর্ড জানিয়েছে যে এতে শ্রেয়স আইয়ারের কোনও দোষ নেই, তবে তাদেরও কোনও দোষ নেই। কাউকে চান্স দিতে গেলে কাউকে বাদ যেতে হবে এবং তাকে অপেক্ষা করতে হবে নিজের সুযোগের। যদিও এই উত্তরে খুশি নন অনেকেই (Shreyas Iyer)।

সেই বিতর্কের মাঝে এলো আরও এক খবর। সদ্য মুম্বই ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়েন অজিঙ্ক রাহানে। ভবিষ্যৎ প্রজন্মকে সুযোগ করে দেওয়া ও নতুন মুখ তুলে আনতে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এর পরই নাম সামনে আসে শ্রেয়স আইয়ারের। নানা রিপোর্ট অনুযায়ী দলের পাকাপাকি ভাবে ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা ছিল শ্রেয়স আইয়ারের, কিন্তু সেটা এখন হচ্ছে না বলেই জানা যাচ্ছে (Shreyas Iyer)।
আরও পড়ুন: Daily Horoscope: নতুন সুযোগ, আর্থিক সাফল্য না কি মানসিক চাপ? জানুন আজকের রাশিফল
ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে তারা অজিঙ্ক রাহানের জায়গায় অধিনায়ক করবে শার্দূল ঠাকুরকে। চলতি দলীপ ট্রফিতে শার্দূল ঠাকুরকে ওয়েস্ট জোনের অধিনায়ক করা হয়েছে, এখান থেকে শ্রেয়স আইয়ারকে অধিনায়কত্ব দেওয়া হয়নি। সেই থেকেই তাঁকে সুযোগ দেওয়া হবে মুম্বই দলে। মনে করা হচ্ছে গত রঞ্জি ট্রফিতে শার্দূল ঠাকুরের পারফরম্যান্সের জন্য তাঁকে অধিনায়ক করার কথা ভাবছে মুম্বই।
আইপিএলে ভাল পারফর্ম করেও এশিয়া কাপের দলে ব্রাত্য শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ারের বাবা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন যে ‘সুযোগ পাওয়ার জন্য আর কী করবে?’ তিনি অজিত আগরকরের নির্বাচক কমিটির কাছে অনুরোধ করেন, শ্রেয়সকে অন্তত দলে সুযোগ দেওয়া হোক। তবে ক্রিকেট সমর্থকদের ও মন ভেঙেছে বোর্ডের এই সিদ্ধান্তে (Shreyas Iyer)।