ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL Auction 2024) মেগা নিলাম প্রায় কাছাকাছি এসে গিয়েছে। মোট ৫৭৪ জন খেলোয়াড় নিলামে উঠতে প্রস্তুত। আইপিএল ২০২৫-এর মেগা নিলাম ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হবে। ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন মেগা-নিলামের দিকে তাকিয়ে থাকা খেলোয়াড়দের মধ্যে একজন হবেন। কারন রাজস্থান রয়্যালস (RR) এই অভিজ্ঞ স্পিনারকে এই বছর তাদের দলে ধরে রাখেনি। শুক্রবার থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য অশ্বিন বর্তমানে অস্ট্রেলিয়ার পার্থে রয়েছেন।
তিনিও দেখবেন নিলাম (IPL Auction 2024)
তিনি অন্যান্য ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে মিলে গুরুত্ব দিয়ে নিলাম (IPL Auction 2024) দেখবেন। বাকি যাদেরকে নিজেদের দল রিটেনশন লিস্টে রাখেনি তারাও তাকিয়ে থাকবেন এই নিলামের দিকে। কিন্তু আসল ঘটনা ঘটেছে অন্য জায়গায়।
নিলামের আগেই নিলাম (IPL Auction 2024)
আসল নিলাম (IPL Auction 2024) হওয়ার আগেই, অশ্বিন তার নিজের ইউটিউব চ্যানেলে নিলাম নিইয়ে মজার করে একটি উপহাস নিলাম পরিচালনা করেছিলেন। আসুন জেনে নেওয়া যাক কী হল সেই নিলামের ফলাফল।
আরও পড়ুন: IPL 2025 Auction: ২০০৮ থেকে ২০২৪! এক ঝলকে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকা
কোন দলে অশ্বিন?
অশ্বিন নিজেই নিজেকে চেন্নাই সুপার কিংসের (CSK) কাছে ৮.৫ কোটি টাকায় বিক্রি করেছেন বলে জানা গিয়েছে।
অশ্বিনের রেকর্ড
এখানে জেনে রাখা ভালো অশ্বিন ২০০৯ সালে CSK দলের হয়ে তার IPL যাত্রা শুরু করেছিলেন এবং ২০১৫ মরসুম পর্যন্ত সেই একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন। সিএসকে দুই মরসুমের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ হওয়ার পর তিনি রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে এক মরসুম খেলেন।
চোটে বাদ এক মরসুম
চোটের কারণে ২০১৭ সালের মরসুমে তিনি আইপিএল খেলেননি। এর পরে, তিনি ২০১৮ সালে পঞ্জাব কিংসে (তখন কিংস ইলেভেন পাঞ্জাব) অধিনায়ক হিসেবে চলে যান। ২০২০ সাল থেকে, তিনি রাজস্থানের হয়ে শেষ তিনটি মরসুম খেলার আগে দুই মরসুমের জন্য দিল্লি ক্যাপিটালসে চলে যান।
আরও পড়ুন: IPL 2025 Auction: কখন-কোথায় দেখবেন আইপিএল এর মেগা নিলাম?
সত্যি চেন্নাই যাবেন অশ্বিন?
এমন খবর পাওয়া গিয়েছে যে জেড্ডায় সিএসকে নিলাম টেবিলে অস্বিনকে দলে নেওয়ার জন্য লড়াই করতে পারে।
এদিকে, CSK ফ্র্যাঞ্চাইজি আইকন এমএস ধোনিকে অধিনায়ক রুতুরাজ গায়কওয়াডের সঙ্গেই একজন আনক্যাপড খেলোয়াড় হিসেবে ধরে রেখেছে। রুতুরাজকে চেন্নাই দিচ্ছে ১৮ কোটি টাকা এবং ধোনিকে তাঁরা দিচ্ছে ৪ কোটি টাকা। পাশাপাশি তাঁরা মাথিশা পাথিরানাতে ১৩ কোটি, রবীন্দ্র জাদেজাকে ১৮ কোটি এবং শিবম দুবেকে ১২ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে।
অশ্বিনের মক নিলামে CSK স্কোয়াড
রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটরক্ষক), মাথিশা পাথিরানা, শিবম দুবে, ডেভন কনওয়ে (আরটিএম), রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, স্যাম কুরান, রাহুল চাহার, টি নটরাজন, রোমারিও শেফার্ড, উইল ও’রকে, যশ ঠাকুর, রাজবর্ধন হাঙ্গারগেকর, অথর্ব তাইদে, সুয়শ প্রভুদেসাই