ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শেষ দুই ম্যাচে ১০ গোলের ধাক্কা কাটিয়ে ওঠা হল না। যুবভারতীতেও বিভিষীকা তাড়া করে বেড়াল জামশেদপুরকে। শনিবার ঘরের মাঠে ইস্পাত নগরীর দলকে ৩-০ গোলে হারিয়ে আইএসএল পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল মোহনবাগান সুপার জায়ান্ট। দুরন্ত ফুটবল খেললেন মনবীর সিং, দীপক টাঙরি, দীপ্যেন্দু বিশ্বাস, লিস্টন কোলাসোরা। মোহনবাগানের হয়ে গোল তিনটি করলেন টম অলড্রেড, লিস্টন কোলাসো ও জেমি ম্যাকলারেন। তবে লিস্টনের বিশ্বমানের গোল মন জিতে নিয়েছে সকলের।
এদিন মোহনবাগান সমর্থকদের যুবভারতীর গ্যালারিতে ফুটবল মাঠে এশিয়ার সবথেকে বড় ১২,৬০০ স্কোয়ারফুটের বিশাল টিফো সকলের নজর কেড়েছিল। কিন্তু তাকেও ছাপিয়ে গেল লিস্টনের নজরকাড়া গোল। ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোল মোহনবাগান সুপার জায়ান্টের। দিমিত্রি পেত্রাতোসের কর্নার জামশেদপুরের ফুটবলার ক্লিয়ার করলেও বিপদমুক্ত করতে পারেননি। বক্সের ঠিক বাইরে সেই বল চলে যায় সবুজ মেরুন মিডফিল্ডার দীপক টাঙরির পায়ে। চলতি বলেই গোল লক্ষ্য করে শট নেন টাঙরি। বক্সের মধ্যে বিপক্ষের ফুটবলারদের জটলায় বাধা পেয়ে বল উঠে যায় উঁচুতে। সেখান থেকে সবুজ মেরুন ডিফেন্ডার রড্রিগেজের আলতো হেডে বল পৌঁছায় বক্সের ভিতরেই দাঁড়িয়ে থাকা টম অলড্রেডের কাছে। সেখান থেকে গোল করতে ভুল করেননি সবুজ মেরুনের ব্রিটিশ ডিফেন্ডার।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মোহনবাগানের দ্বিতীয় গোলটি আসে লিস্টন কোলাসোর একক দক্ষতায়। মনবীরের থেকে পাস ধরে বক্সের মধ্যে বিপক্ষের তিন ফুটবলারকে কাটিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন লিস্টন। বিশ্বমানের গোল তাতে কোনও সন্দেহ নেই। আর চলতি আইএসএলে এটাই প্রথম গোল লিস্টনের।
আরও পড়ুন: https://tribetv.in/ipl-2025-auction-list-of-highest-paid-players-till-date/
দ্বিতীয়ার্ধে কাউন্টার অ্যাটাকে যখন ম্যাচে ফেরার চেষ্টা করছিল জামশেদপুর, তখনই মোহনবাগানের হয়ে ম্যাচের তৃতীয় গোলটি করে যান জেমি ম্যাকলারেন। ৭৫ মিনিটে দীপক টাঙরির লম্বা ক্রস ধরে বিপক্ষের বক্সে ঢুকে পড়েন ম্যাচের সেরা মনবীর সিং। জামশেদপুরের আগুয়ান গোলরক্ষক গোমসকে পরাস্ত করে নিখুঁত মাইনাস মনবীর। আলতো টোকায় বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি ফাঁকায় দাঁড়িয়ে থাকা সবুজ-মেরুনের অজি গোল মেশিন। শেষ দুই ম্যাচে জামশেদপুরকে ৫ গোল দিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড ও চেন্নাইন এফসি।
শনিবার মোহনবাগানের কাছেও জামশেদপুরকে ৫ গোল দেওয়ার সুযোগ ছিল। ২৫ মিনিটে ম্যাকলারেন বিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। আর ৮৩ মিনিটে লিস্টনের শট বারে লেগে বেরিয়ে আসে।এই জয়ের ফলে বেঙ্গালুরু এফসিকে সরিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে এল মোহনবাগান সুপার জায়ান্ট।
আরও পড়ুন: https://tribetv.in/ipl-auction-2024-ashwin-moc-auction-sold-to-csk/
এই ম্যাচের পর ৮ ম্যাচে মোহনবাগান ও বেঙ্গালুরু- দুই দলেরই পয়েন্ট ১৭। কিন্তু গোল পার্থক্যে এবং সব থেকে বেশি গোল করায় পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল মোহনবাগান। দুই নম্বরে নেমে গেল বেঙ্গালুরু। মোহনবাগানের গোল পার্থক্য ৮। সেখানে বেঙ্গালুরুর ৭। মোহনবাগান এখনও পর্যন্ত ১৬টি গোল করেছে। সেখানে বেঙ্গালুরুর গোলের সংখ্যা ১৩।

শনিবার দল জেতায় খুশি মোহনবাগান ফুটবলার থেকে কর্মকর্তা সকলেই। তবে সকলের মুখেই আলাদা করে প্রশংসা শোনা গেল লিস্টনের বিশ্বমানের গোলের। সেইসঙ্গে তরুণ ডিফেন্ডার দিব্যেন্দু বিশ্বাসেরও প্রশংসা শোনা গেল। এই পারফরমেন্স ও শীর্ষস্থান ধরে রাখাটাই এখন সবথেকে বেশি চ্যালেঞ্জের বলেই মনে করছেন অধিনায়ক শুভাশিস বোস থেকে শুরু করে কোচ হোসে মোলিনা। তবে এদিনের নিজের করা গোলটাকে গুরুত্বপূর্ণ বললেও কেরিয়ারের সেরা গোল বলতে নারাজ লিস্টন।