Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকা-চিন বাণিজ্য সম্পর্কে নতুন করে প্রশ্ন উঠছে সয়াবিন আমদানিকে ঘিরে(US China Trade)। বিশ্বের সবচেয়ে বড় সয়াবিন আমদানিকারক দেশ চিন ধীরে ধীরে আমেরিকার বাজার থেকে সরে আসছে বলে ইঙ্গিত মিলছে। যদিও বেজিং এখনও আনুষ্ঠানিক ভাবে সয়াবিন আমদানি বন্ধ করার ঘোষণা দেয়নি, তবুও সাম্প্রতিক পদক্ষেপে বিষয়টি স্পষ্ট হচ্ছে।
আমেরিকার পরিবর্তে ব্রাজিলের দিকে ঝুঁকছে চিন (US China Trade)
চিনের সয়াবিনের নতুন জোগানদার হিসেবে উঠে এসেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। একাধিক রিপোর্ট বলছে, বেজিং এ বার আমেরিকার (Donald J. Trump) পরিবর্তে ব্রাজিল থেকে সয়াবিন আমদানি বাড়াচ্ছে। এর ফলে সেপ্টেম্বর-অক্টোবরে আমেরিকা থেকে কোনও নতুন বরাত দেওয়া হয়নি। গত এক মাসে ব্রাজিল থেকে আমদানির পরিমাণ প্রায় ১৯ শতাংশ বেড়েছে। এখন চিনের মোট সয়াবিন আমদানির ৯০ শতাংশ আসছে ব্রাজিল থেকে।
মার্কিন কৃষকদের দুশ্চিন্তা (US China Trade)
চিন আমেরিকার সয়াবিনের সবচেয়ে বড় ক্রেতা হলেও সাম্প্রতিক সময়ে চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন মার্কিন কৃষকেরা। উৎপাদন থাকা সত্ত্বেও বাজার সঙ্কুচিত হওয়ায় তাদের রোজগারে টান পড়ছে। ব্লুমবার্গের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কৃষকেরা এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন। তাতে স্পষ্ট বলা হয়েছে, ‘‘সবচেয়ে বড় গ্রাহকের সঙ্গে বাণিজ্য বিরোধ চলতে থাকলে আমরা টিকতে পারব না।’’

আরও পড়ুন : SC On Stray Dogs : পথ কুকুর মামলায় রায় সংশোধন আদালতের! টিকাদানের পর ছেড়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
বাণিজ্য যুদ্ধের প্রভাব (US China Trade)
ব্রিক্স-এর সদস্য চিন, ভারত এবং ব্রাজিল একদিকে জোট গড়ছে(US China Trade)। অন্যদিকে, আমেরিকার তরফে বাড়তি শুল্ক চাপানোয় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ব্রাজিলের উপর ৫০ শতাংশ শুল্ক বসালেও চিনের সঙ্গে এখনও সরাসরি শুল্ক যুদ্ধ শুরু করেনি আমেরিকা। তবে আমদানির ভারসাম্য বদলাতে শুরু করায় চিন্তিত ওয়াশিংটন।
পরিসংখ্যান কী বলছে? (US China Trade)
চিনের শুল্ক দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে জুলাই পর্যন্ত আমেরিকা থেকে মাত্র ৪.২ লক্ষ টন সয়াবিন আমদানি করেছে বেজিং, যা গত বছরের তুলনায় ১১.৪৭ শতাংশ কম(US China Trade)। অন্যদিকে, একই সময়ে ব্রাজিল থেকে সয়াবিন আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।

আরও পড়ুন : Earthquake In South America : দক্ষিণ আমেরিকায় ৭.৫ মাত্রার ভূমিকম্প! সুনামির সতর্কতা জারি চিলি উপকূলে
বিশ্লেষকদের মতে, যদি ব্রাজিলকে প্রধান সরবরাহকারী হিসেবে বেছে নেয় চিন, তবে আমেরিকার কৃষিক্ষেত্রে বড়সড় ক্ষতির আশঙ্কা রয়েছে। সয়াবিন আমদানি ইস্যু দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন করে টানাপড়েন তৈরি করতে পারে। ট্রাম্প প্রকাশ্যে চিনকে আমেরিকা থেকে সয়াবিন কেনার আহ্বান জানালেও, বর্তমান প্রবণতা বলছে বেজিং ব্রাজ়লের উপরেই বেশি আস্থা রাখছে।