Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জাতীয় মহাকাশ দিবস (National Space Day) উপলক্ষে আবারও আলোচনা প্রসঙ্গে উঠে এল গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার নাম। সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতের তেরঙ্গা উত্তোলনের ঐতিহাসিক মুহূর্তে দেশের গর্বের প্রতীক হয়ে ওঠেন এই ভারতীয় নভশ্চর। সেই অভূতপূর্ব অভিজ্ঞতা নিয়েই স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, শুধু শুভাংশু নয়, তাঁর সাফল্যের সঙ্গে গোটা দেশ এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে।
এমন স্বপ্নই আমাদের ভবিষ্যতের ভিত্তি (National Space Day)
জাতীয় মহাকাশ দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “যখন শুভাংশু আমাকে (National Space Day) মহাকাশ থেকে তেরঙ্গা দেখালেন, সেই মুহূর্তটি আমার জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ওঁর সঙ্গে কথোপকথনে আমি ভারতের সাহসী ও স্বপ্নদর্শী যুব প্রজন্মের মুখোমুখি হয়েছিলাম। এমন স্বপ্নই আমাদের ভবিষ্যতের ভিত্তি।”
তরুণ প্রজন্মের মধ্যে উদ্দীপনা (National Space Day)
শুভাংশুর এই অসাধারণ কীর্তি দেশের তরুণ প্রজন্মের মধ্যে উদ্দীপনা (National Space Day) জাগিয়েছে বলেই মনে করছেন মোদি। তাঁর কথায়, “আমরা আমাদের ভবিষ্যৎ নভশ্চরদের জন্য একটি ‘অ্যাস্ট্রোনট পুল’ গঠনের পরিকল্পনা করছি। আমি দেশের তরুণ বন্ধুদের আহ্বান জানাচ্ছি-এসো, এই স্বপ্নপূরণের যাত্রায় সামিল হও।”

আরও পড়ুন: Rice Chips: মচমচে চিপ্স এবার ভাত দিয়েই! বাড়িতেই বানিয়ে ফেলুন!
শুধু চাঁদ বা মঙ্গলেই সীমাবদ্ধ থাকছে না
প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত বর্তমানে শুধু চাঁদ বা মঙ্গলেই সীমাবদ্ধ থাকছে না, আমাদের লক্ষ্য এখন ডিপ স্পেস বা দূর মহাকাশ। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের মতো অত্যাধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে মহাকাশ অভিযানে আত্মনির্ভর হয়ে উঠছে ভারত। তাঁর মতে, “এই প্রযুক্তিগত অগ্রগতি শুধু বিজ্ঞান নয়, দেশের আত্মবিশ্বাসেরও প্রতীক।”