Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশির মুখে পড়ে ফের মোবাইল ফোন ছুঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) বিরুদ্ধে। সোমবার সকালে মুর্শিদাবাদের আন্দিতে তাঁর বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকেরা। তল্লাশি চলাকালীন ইডিকে দেখে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। অভিযোগ, পালাতে গিয়ে বাড়ির পিছনের ঝোপে একটি মোবাইল ফেলে দেন বিধায়ক। পরে সেটি উদ্ধার করে বাজেয়াপ্ত করে ইডি।
মোবাইলের পাসওয়ার্ড জানাতে অস্বীকার (Jiban Krishna Saha)
ইডি সূত্রে খবর, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তদন্তে সহযোগিতা করছেন না। তাঁর কাছে অন্তত দুটি মোবাইলের পাসওয়ার্ড জানতে চাওয়া হলেও তিনি তা জানাতে চাননি। গত ৯০ দিনের কল রেকর্ড ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তাঁর উত্তরে অসঙ্গতি রয়েছে বলে দাবি তদন্তকারীদের।
ঝোপের পরিত্যক্ত নর্দমা থেকে উদ্ধার মোবাইল
ইডি আধিকারিকেরা প্রথমে বুঝতেই পারেননি যে বিধায়ক মোবাইল বাইরে ফেলে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে তাঁরা খেয়াল করেন, একটি ফোন গায়েব। এরপর খোঁজ শুরু হলে বাড়ির পিছনের ঝোপের নর্দমা থেকে মোবাইলটি উদ্ধার করা হয়। সেটিতে কী তথ্য রয়েছে, তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
পরিবার ও ঘনিষ্ঠদের উপরেও নজর
জীবনকৃষ্ণের (Jiban Krishna Saha) গাড়িচালক রাজেশ ঘোষকে জেরা করা হচ্ছে। পাশাপাশি রঘুনাথগঞ্জে তাঁর শশুড়বাড়িতেও ইডির অভিযান। সেখানেও চলছে জিজ্ঞাসাবাদ। এমনকি বীরভূমের সাঁইথিয়ায় তাঁর পিসি তথা ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। মহিষগ্রামের এক ব্যাঙ্ককর্মী, রাজেশ ঘোষের বাড়িতেও তল্লাশি চলছে।
এর আগেও মোবাইল পুকুরে ছুড়ে ফেলার ঘটনা
২০২৩ সালের এপ্রিল মাসে সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল। অভিযোগ, সেসময়ও প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তিনি নিজের দুটি মোবাইল পুকুরে ছুড়ে ফেলেছিলেন। পরে পুকুরের জল সেচে তা উদ্ধার করে কেন্দ্রীয় সংস্থা। দীর্ঘ তদন্তের পর ১৩ মাস জেলে থেকে জামিনে মুক্তি পান তৃণমূলের এই বিতর্কিত বিধায়ক।
আরও পড়ুন: R G Kar Scam Case : আর জি কর দুর্নীতিকাণ্ডে তৃণমূল বিধায়কের সিঁথির বাড়িতে সিবিআই
তল্লাশি, জিজ্ঞাসাবাদ এবং বারবার প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে—আবার কি গ্রেফতার হতে চলেছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)? ইডির পক্ষ থেকে যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।