ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জল্পনা আগেই ছিল। সেটাই সত্যি হল। দীপাবলির রাতে চ্যাম্পিয়ন দলের অধিনায়ককে ছাড়ার কথা ঘোষণা করে দিলো কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘদিন ট্রফিহারা KKR তাঁকে ২০২১ সালে অধিনায়ক করে নিয়ে এসেছিল। মাঝের বছর চোটের কারণে খেলতে না পারলেও তাঁর নেতৃত্বেই এবছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু তিন বছরেই শ্রেয়স আইআরে মোহভঙ্গ হল নাইট শিবিরের।
নাইট ম্যানেজমেন্টের অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছিল, শ্রেয়স নিজেই নাকি আর কেকেআরে খেলতে আগ্রহী নন। দল পাল্টাতে তিনি নাকি মরিয়া হয়ে উঠেছিলেন। অবশেষে বৃহস্পতিবার শ্রেয়স আইআরকে ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দিল কেকেআর।
বৃহস্পতিবার সন্ধ্যায় আগামী আইপিএলের নিলামের জন্য খেলোয়াড়দের রিটেনশন লিস্ট প্রকাশ করেছে কেকেআর। মোট ৬ ক্রিকেটারকে ধরে রেখেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। সেই তালিকায় রয়েছে, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, দুই ক্যারিবিয়ান অলরাউন্ডার, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, দুই আনক্যাপড ঘরোয়া ক্রিকেটার হর্ষিত রানা, রমণদীপ সিং। এই ৬ ক্রিকেটারকে ধরে রাখতে কেকেআর খরচ করেছে ৫৭ কোটি টাকা। সবথেকে বেশি ১৩ কোটি টাকা পেয়েছেন রিঙ্কু সিং। ১২ কোটি টাকা করে খরচ করা হয়েছে বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনের জন্য। ৪ কোটি টাকা করে দেওয়া হয়েছে হর্ষিত রানা ও রমণদীপ সিংকে।
আরও পড়ুন: https://tribetv.in/dumb-and-deaf-lady-allegedly-physically-harassed-in-kultali/
আরও পড়ুন: https://tribetv.in/pep-praise-amorim-incoming-coach-of-manchester-united/
শ্রেয়সকে ছেড়ে দেওয়ায় আগামী নিলামে নাইটদের সবথেকে বড় টার্গেট নতুন অধিনায়ক নির্বাচন। গৌতম গম্ভীরের জায়গায় নাইটদের নতুন কোচ হওয়া ডিজে ব্রাভোর কাছেও কাজটা কঠিন। শোনা যাচ্ছে, জাতীয় দলের এবং দিল্লি ক্যাপিটাল্সের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থকে টার্গেট করছে কেকেআর। কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, ‘আমরা সেরা চার ক্যাপড খেলোয়াড়কেই ধরে রেখেছি। তার মধ্যে দুই ক্যারিবিয়ান কিংবদন্তি আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন রয়েছে। সেই সঙ্গে বর্তমানে জাতীয় দলের দুই সেরা খেলোয়াড় রিঙ্কু ও ও বরুণও রয়েছে। হর্ষিত সহ এরা সকলেই দীর্ঘদিন ধরে কেকেআরের হয়ে দুরন্ত পারফর্ম করছে। গত মরশুমে এলেও রমণদীপও গতবার দুর্দান্তপারফর্ম করছে। গত মরশুমে এলেও রমণদীপও গতবার দুর্দান্তপারফর্ম করছে। এই তালিকা তৈরি করাটা খুবই কঠিন ছিল। আমরা সকলেই চেয়েছিলাম গোটা টিমটাকে ধরে রাখতে। কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। তাই অনেক হিসেব করেই এই কাজটা করা সত্যি খুব কঠিন ছিল।’