ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের অশান্ত বাংলাদেশ। কালীপুজোর সন্ধ্যায় ফের উত্তাল হয়ে উঠল পড়শি দেশ। রাজধানী ঢাকায় আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন। ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। আগুনে জাতীয় পার্টির কার্যালয়ের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ পড়শি দেশের (Bangladesh) রাজধানী ঢাকার কাকরাইলে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ও ভাঙচুর করা হয়। জানা গেছে, ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’র ব্যানারে একদল ব্যক্তি মিছিল করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায়। সেখানে গিয়ে আচমকাই পার্টির কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে তারা। পরে ওই কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। দমকলের প্রচেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে।
আরও পড়ুন: আবর্জনার গাড়ি চালাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প
আরও পড়ুন: স্টিল প্ল্যান্টে বিধ্বংসী আগুন, জীবন্ত ঝলসে হত অন্তত ১২
ঘটনাস্থলে উপস্থিত ঢাকার তিতুমীর কলেজের শিক্ষার্থী নেওয়াজ খান বাপ্পী জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে বিজয়নগরে আসলে তাদের ওপর আক্রমণ করা হয়। এতে অসংখ্য নেতাকর্মী আহত হন। হামলার শিকার হয়ে পরবর্তীতে তারা আবারও জড়ো হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করতে আসে। তারপর সন্ত্রাসীরা তাদের দিকে বন্দুক তাক করলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে।
আরও পড়ুন: ইউক্রেন সীমান্তে কিম জং উনের বাহিনী! রাশিয়ার কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে উত্তর কোরিয়া?
এদিকে, মিছিলে হামলার প্রতিবাদে ঢাকার বিজয় নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে মিছিল নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা পুনরায় মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যায়।