Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপের আগে ভারতীয় শিবিরে অবসরের হাওয়া। পূজারার পর অশ্বিন সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে। সেই আবহওয়ায় অবসর প্রসঙ্গে জবাব দিলেন ভারতীয় তারকা বোলার (Mohammed Shami)।
অবসর প্রসঙ্গে স্পষ্ট বার্তা ভারতীয় পেসারের (Mohammed Shami)
পূজারা, অশ্বিন একে একে অবসর নিয়েছেন দুজন। অবসরের মেঘ যেন ভারতীয় শিবিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে। অবসর নিয়ে জল্পনা চলছে আরও একজন তারকা ক্রিকেটারকে নিয়ে। ভারতীয় বোলিং অ্যাটাকের অন্যতম বড় নাম সামি (Mohammed Shami)। এশিয়া দলে তাকে রাখা হয় নি। বোর্ড এবং সিলেক্টরা ভরসা রেখেছেন বুমরার উপরেই। এশিয়া কাপের দলে না থাকায় প্রশ্ন ওঠে তাকে নিয়েও। তবে কি তিনিও প্রাক্তন হতে চলেছেন?
অবসর প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে সামি সেই জল্পনা সম্পূর্ণ রূপে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন জাতীয় দলে ফেরার লক্ষ্যে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চান। ঘরোয়া ক্রিকেটকেই তিনি জবাব দেওয়ার মঞ্চ হিসেবে প্রস্তুত করছেন (Mohammed Shami)। সামি অবসর প্রসঙ্গে জানান তার মধ্যে এখনও অনেকে ক্রিকেট বাকি আছে। অবসরের কোনও পরিকল্পনা তার নেই। বরং ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্সকে ভর করে আবার দেশের জার্সি গায়ে মাঠে নামতে চান। ২০২৭ বিশ্বকাপ তার পাখির চোখ।
২০২৩ বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন। তাঁকে ঘিরেই ছিল বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কিন্তু আহমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। ভারতীয় তারকা পেসার জানান যে তার স্বপ্ন বিশ্বকাপ জয়ী দলের সদস্য হওয়ার। তিনি আরও বলেন ২০২৩ বিশ্বকাপে জয়ের একদম কাছে চলে গিয়ে স্বপ্ন অধরা থাকে কারণ ভাগ্য সহায়ক হয় নি। সামি বলেন যদিও একটানা ম্যাচ জেতার ফলে একটা ভয়ও কাজ করছিল সেই সময়, সেটা নকআউট ছিল। তিনি ফ্যানদের সাপোর্ট করার বিষয়টাও উল্লেখ করেছেন। ফ্যানদের সাপোর্ট যে তাদের মোটিভেট করেছে সেই কথা স্বীকার করে নেন তিনি (Mohammed Shami)।

আরও পড়ুন : Asia Cup 2025: এশিয়া কাপের ব্রাত্য তারকাদের নিয়ে বড় স্বীকারোক্তি পাক তারকারা
তবে অবসর প্রসঙ্গে সামি বলেন, ‘আমাকে নিয়ে যদি কারোর সমস্যা থাকে, তাহলে আমাকে বলুক। আমি অবসর নিলে যদি ওদের জীবনে কোনও সুবিধা হয়। আমি কারোর জীবনে কি বাধা হয়ে দাঁড়িয়েছি যে আমাকে অবসর নিতে হবে? আমি যেদিন ক্লান্ত হয়ে যাব, সেদিন ছেড়ে চলে যাব। তোমাদের আমাকে নিতে হবে না। কিন্তু আমি পরিশ্রম করে যাব। আমাকে আন্তর্জাতিক টুর্নামেন্টে না নিলে আমি ঘরোয়া টুর্নামেন্টে খেলব। আমি কোথাও না কোথাও খেলা চালিয়ে যাব। যখন আমি ক্লান্ত হয়ে যাব, তখন এইসব সিদ্ধান্ত নেব। এখন এগুলো ভাবার সময় নয়।’
অবসর প্রসঙ্গে ভারতীয় পেসার জানান তিনি যদি ৫ দিন দলীপ ট্রফিতে খেলতে পারেন তবে কেন টেস্ট খেলতে পারবেন না। তিনি দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন সেই কোথাও জানান তবে তার দলে ফেরাটা এখন নির্বাচকদের হাতে (Mohammed Shami)।