ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সময়টা ভাল যাচ্ছে না তারকা স্পিনারের। এবের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা শুরু হয়েছে যুজবেন্দ্র চাহালের। নতুন বছরের শুরুতে ভারতীয় তারকা ক্রিকেটারের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা প্রকাশ্যে। ডিভোর্সের রাস্তায় হাঁটতে চলেছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী ভার্মা (Dhanashree Verma)? অতীতেও চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। এ বারও কি স্রেফ গুঞ্জন? তেমনটা বলছে না তাঁদের ঘনিষ্ঠমহল।
যাবতীয় ছবি ডিলিট করলেন যুজবেন্দ্র (Yuzvendra Chahal)
নতুন বছরে হঠাৎ করেই আলোচনায় যুজি (Yuzvendra Chahal) । ইন্সটাগ্রামে ধনশ্রী ও চাহাল একে অপরকে আনফলো করে দিয়েছেন। এখানেই শেষ নয়। চাহাল নিজের ইন্সটাগ্রাম থেকে ধনশ্রীর সঙ্গে থাকা তাঁর সকল ছবি ডিলিট করে দিয়েছেন। ধনশ্রীর ইন্সটা প্রোফাইলে ঢুঁ মারলে অবশ্য এখনও তাঁর ও চাহালের একসঙ্গে ছবির দেখা মিলছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার সমর্থকরা আশঙ্কা করছেন, হয়ত তাঁরা বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন। যদিও এই ডিভোর্সের ব্যাপারে যুজবেন্দ্র কিংবা ধনশ্রী, কেউই কোনও বিবৃতি দেননি।
সংসার ভাঙছে যুজির! (Yuzvendra Chahal)
সোশ্যাল মিডিয়ায় যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী ভার্মা ভীষণ সক্রিয়। তাঁরা প্রায়শই একে অপরের সঙ্গে ছবি শেয়ার করেন। এ বার চাহাল হঠাৎ করেই ধনশ্রীর সঙ্গে নিজের সব ছবি ইন্সটাগ্রাম থেকে সরিয়ে নেওয়ার ফলে হচ্ছে জোর আলোচনা। এরই মধ্যে আবার তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, গুঞ্জন নয়। সত্যিই তাঁদের মধ্যে বিচ্ছেদের চিন্তাভাবনা চলছে। তিনি বলেন, ‘ওঁদের ডিভোর্স হবেই। এই ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। যদিও বিচ্ছেদের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে যতদূর জানা গিয়েছে, দু’জনই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, তিন মাসেরও বেশি সময় ধরে তাঁরা আলাদাই থাকছেন।’
আরও পড়ুন: Shreebhumi Gold Marathon: শ্রীভূমি গোল্ড ম্যারাথনের জার্সি লঞ্চে তারকার মেলা
নাচ শিখতে চেয়ে আলাপ চাহাল-ধনশ্রীর
দন্তচিকিৎসক ধনশ্রী নৃত্যশিল্পী হিসাবেও জনপ্রিয়। নিজস্ব নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে তাঁর। ধনশ্রীর কাছে নাচ শিখতে চেয়ে যোগাযোগ করেছিলেন যুজি। সেই সূত্রেই ধনশ্রীর আলাপ হয় ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চহালের সঙ্গে। তারপর সেই আলাপে প্রেমের রং লাগে। ২০২৩ সালেই উঠেছিল বিচ্ছেদের জল্পনা। সেইসময় চাহালের পদবি ইনস্টা থেকে ছেঁটে ফেলেন ধনশ্রী। এরপর চাহাল ‘নতুন জীবন শুরু’ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সোশ্যালে। তখন অবশ্য ডিভোর্সের জল্পনাকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন চাহাল।
আরও পড়ুন: Mohun Bagan: হায়দরাবাদকে হারিয়ে নতুন বছরে জয় দিয়েই শুরু এমবিএসজি-র
চাহাল-ধনশ্রীর ডিভোর্স নিয়ে গুঞ্জন
এটা প্রথমবার নয়। এর আগেও যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার ডিভোর্স নিয়ে একাধিক গুঞ্জন ছড়িয়েছিল। প্রত্যেকেই তাঁদের ব্যাপারে আলোচনা করতে শুরু করেছিলেন। সেইসময় যুজবেন্দ্র যাবতীয় কথাবার্তা গুজব বলে উড়িয়ে দেন। পাশাপাশি ধনশ্রীকে নিয়ে এমন গুজব না ছড়ানোর জন্য অনুরোধও করেন তিনি। এ বারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কিনা, তা জানা যাবে তখনই, যে সময় ধনশ্রী ও চাহাল নিজেরা এ বিষয়ে অফিসিয়ালি জানাচ্ছেন।
২০২৪ সালে বিচ্ছেদ হার্দিক-নাতাশার
২০২৪ সালে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচ। তাঁদের প্রেমের মেয়াদও বছর চারেকের। এ বার কি তেমনই সিদ্ধান্ত নিতে চলেছেন চাহাল? সেটাই এখন দেখবার।