ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারতের পরমাণু গবেষণা ক্ষেত্রে নক্ষত্র পতন৷ প্রয়াত বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী রাজাগোপাল চিদাম্বরম (Rajagopala Chidambaram)৷ মুম্বইয়ের জসলোক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার ভোররাত ৩টে ২০ মিনিটে ৮৮ বছর বয়সে মৃত্যু হয়েছে বিজ্ঞানীর। মৃত্যুর খবর প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অফ অ্যাটোনমিক এনার্জি (DAE)। ভারতের পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণের অন্যতম কারিগর বিজ্ঞানী রাজাগোপাল চিদাম্বরম।
পারমাণবিক গবেষণাক্ষেত্রে যুগাবসান (Rajagopala Chidambaram)
১৯৭৪ এবং ১৯৯৮, দুবারই পোখরানে ভারতের পরমাণু শক্তি পরীক্ষার অন্যতম কারিগর ছিলেন তিনি। ১৯৭৪-এ পোখরানে ‘অপারেশন স্মাইলিং বুদ্ধ’ চলাকালীন বিজ্ঞানীদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন চিদম্বরম (Rajagopala Chidambaram)। ওই পরমাণু পরীক্ষার সময় নকশা ও বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৯৮ সালে ‘অপারেশন শক্তি’ চলাকালীন পরমাণু গবেষকদের নেতৃত্বে ছিলেন তিনি। চিদম্বরম সেই বিরল বিজ্ঞানীদের মধ্যে অন্যতম, যাঁরা ভারতের দুই পরমাণু পরীক্ষার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
রাজাগোপাল জীবনবৃত্তান্ত (Rajagopala Chidambaram)
রাজাগোপালের (Rajagopala Chidambaram) জন্ম ১৯৩৬ সালে। চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে পড়াশোনা। ১৯৭৪ এবং ১৯৯৮ সালে পোখরানে পারমাণবিক শক্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন চিদম্বরম। ১৯৯০ সালে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর হন। এর পর ১৯৯৩ সালে নিযুক্ত হন ভারতের অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান পদে। ১৯৯৪-৯৫ সালে সামলেছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নর্স-এর চেয়ারম্যানের দায়িত্ব। ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারত সরকারের প্রধান বিজ্ঞান উপদেষ্টা ছিলেন চিদম্বরম। পরমাণু গবেষণাক্ষেত্রে তাঁর অবদানের জন্য ভারত সরকার তাঁকে ১৯৭৫ সালে ‘পদ্মশ্রী’ এবং ১৯৯৯ সালে ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করে।
শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
রাজাগোপালের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ‘ডঃ রাজাগোপাল চিদাম্বরমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ভারতের পারমাণবিক কর্মসূচীর অন্যতম স্থপতি ছিলেন এবং ভারতের বৈজ্ঞানিক ও কৌশলগত সক্ষমতাকে শক্তিশালী করার ক্ষেত্রে যুগান্তকারী অবদান রেখেছিলেন। সমগ্র জাতি তাঁকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে এবং তাঁর প্রচেষ্টা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
আরও পড়ুন : Lucknow Murder Case: লখনউর হোটেল রুম থেকে উদ্ধার পাঁচ মহিলার মৃতদেহ, হত্যাকারী একই পরিবারের