ট্রাইব টিভি ডিজিটাল: ভয়ংকর দুর্ঘটনা বরফ মোড়া পাহাড়ে জম্মু ও কাশ্মীরে(Jammu & Kashmir)। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে যায় ভারতীয় সেনা বাহিনীর(Indian Army) একটি ট্রাক(Accident In Jammu And Kashmir)। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জওয়ানের। আহত হয়েছেন আরও ৩ জন সেনাকর্মী। শুরু হয়েছে উদ্ধারকাজ। দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের বান্দিপোর জেলায়।
গভীর খাদে পড়ল সেনার গাড়ি (Accident In Jammu And Kashmir)
সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায়। এদিন সেনাবাহিনীর(Indian Army) একটি গাড়ি সদর কুট পায়েনের কাছে পাহাড়ি পথে দুর্ঘটনার(Accident In Jammu And Kashmir) কবলে পড়ে। আচমকা গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। বাঁক নিতে গিয়ে তখনই গভীর খাদে গড়িয়ে পড়ে গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে।দুর্ঘটনায় খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ ও সেনাবাহিনী। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনার পাশাপাশি স্থানীয় পুলিশ।
সঙ্কটজনক আহতদের শারীরিক অবস্থা(Accident In Jammu And Kashmir)
সেনার তরফেই জানানো হয়েছে, দুর্ঘটনাস্থল(Accident In Jammu And Kashmir) থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪ জনের মৃত্যু হয়েছে। আরও ৩ জনের চিকিৎসা চলছে। তাঁদের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে। বান্দিপোরা জেলা হাসপাতালের সুপার ডাঃ মাসারাত ইকবাল ওয়ানি বলেন, “জখম অবস্থায় ৫ জনকে এখানে নিয়ে আসা হয়েছিল ৷ তার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছিল আগেই ৷ বাকি ৩ জনের শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক ৷ তাঁদের শ্রীনগরে পাঠানো হয়েছে ৷”
শৈত্যপ্রবাহে কাবু জম্মু ও কাশ্মী
এখন শৈত্যপ্রবাহে কাবু জম্মু ও কাশ্মীর। গত এক মাস ধরে উপত্যকার পথ বিপজ্জনক হয়ে রয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে। ভারী তুষারপাতের পূর্বাভাসও দিয়েছে মৌসম ভবন। শনিবার ভারী তুষারপাত নিয়ে ‘হলুদ সতর্কতা’ ও রবিবার ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। আবহাওয়ার প্রভাব পড়ছে উপত্যকার পথেও।
আরও পড়ুন: Lucknow Murder Case: লখনউর হোটেল রুম থেকে উদ্ধার পাঁচ মহিলার মৃতদেহ, হত্যাকারী একই পরিবারের
এই প্রথম নয় দুর্ঘটনা
প্রসঙ্গত, খাদে সেনার গাড়ি পড়ে দুর্ঘটনা এই প্রথম নয়। এর আগে গত ২৪ ডিসেম্বরও জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি সেনা ট্রাক ৩৫০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে যায়। ১০-১১ জন জওয়ানকে সঙ্গে নিয়ে নীলম সদর দফতর থেকে বালনোইয়ের ঘোরা পোস্টের দিকে যাচ্ছিল ১১ এমএলআই-এর সামরিক গাড়িটি। ওই পোস্টের কাছেই একটি বাঁক ঘুরতে গিয়ে আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ওই দুর্ঘটনায় ৫ জওয়ানের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও ৫ জন। তার আগে, ৪ নভেম্বরও রাজৌরিতে একটি গাড়ি রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনাতেও এক জওয়ানের মৃত্যু হয় এবং অপর একজন আহত হন।