ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাবা সিদ্দিকির পর এবার অভিনেতা সলমন খান। বলিউডের ভাইজানকে এবার প্রাণে মেরে ফেলার হুমকি দিলো বিষ্ণোই গ্যাং। ৫ কোটি টাকা না দিলে তাঁর পরিণতিও হবে বাবা সিদ্দিকির মতোন। শুক্রবার এমনই হুমকি-বার্তা পৌঁছল মুম্বই পুলিশের কাছে। হুমকি-বার্তা পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশ। হুমকি-বার্তা কারা পাঠাল, এর নেপথ্যে লরেন্স বিষ্ণোই গোষ্ঠী রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তেমনই বলিউড তারকার নিরাপত্তাও নিশ্ছিদ্র রাখতে চাইছে পুলিশ। এদিন হুমকির পর সলমনের বাড়ির সামনে বাড়ল আরও নিরাপত্তা।
বৃহস্পতিবার মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াট্সঅ্যাপ নম্বরে হুমকি-বার্তাটি পাঠানো হয়। সেখানে লেখা হয়, “সলমন খানের পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে। বিষয়টি হালকা ভাবে নেবেন না। যদি সলমন খান বেঁচে থাকতে চান আর লরেন্স বিশ্নোইয়ের সঙ্গে শত্রুতার অবসান চান, তবে তাঁকে ৫ কোটি টাকা দিতে হবে।” একই সঙ্গে হুঁশিয়ারির সুরে ওই বার্তায় লেখা হয়েছে, “যদি টাকা না দেওয়া হয়, তবে সলমন খানের অবস্থা বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে।”
আরও পড়ুন: https://tribetv.in/liquor-worth-148-crore-was-sold-in-the-week-of-puja-in-kolkata/
কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিশোধস্বরূপই বিশ্নোই দল তাঁকে একাধিক বার প্রাণে মারার হুমকি দিয়েছে। কয়েক মাস আগে বলিউড তারকার বাড়ির সামনে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে।
আরও পড়ুন: https://tribetv.in/rupa-ganguly-arrested-from-bansdhroni-police-station/
এই ঘটনার নেপথ্যেও বিশ্নোই গোষ্ঠীর হাত ছিল বলে প্রাথমিক ভাবে জানা যায়। অন্য দিকে, গত ১২ অক্টোবর মুম্বইয়ের নিকটবর্তী বান্দ্রায় এনসিপি নেতা বাবাকে তাঁর বিধায়ক-পুত্র জিসান সিদ্দিকির দফতরের বাইরে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করেছে।