Last Updated on August 28, 2025 by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শহরের কোলাহল ছেড়ে, সবুজে ঘেরা বর্ষার ঝাড়খণ্ডে যদি চান হারিয়ে যেতে তবে এই ছোট্ট সফর হতে পারে আপনার জন্য আদর্শ (Tour)।
নদী আর পাহাড়ের মেলবন্ধনে মনমুগ্ধকর জায়গা (Tour)
আকাশের মুখ ভার যেন কিছুতেই কাটছে না। আর জল কাদা পেরিয়ে যদি বেরোতে হয় তবে যেন বিরক্তির শেষ থাকে না। এই সময়ে কোথাওই যেন ঠিক যেতে ইচ্ছে করে না। তবে বর্ষায় যদি দুদিন হারিয়ে যেতে চান প্রকৃতির কোলে তবে দুদিনের জন্য ঘুরে আসতে পারেন ঝাড়খন্ড থেকে। বর্ষায় অপূর্ব রূপে সেজে ওঠে ঝাড়খণ্ড। আকাশের গা বেয়ে নেমে আসা সাদা মেঘ, জলরাশি সাথে সবুজের ডাকে সাড়া দেয় প্রকৃতি। পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ঝাড়খণ্ড হতেই পারে আপনার উইকেন্ড ডেস্টিনেশন (Tour)।
কলকাতা থেকে খুব দূরে না হলেও পর্যটকদের ভিড় সেইভাবে চোখে পরে না তাই প্রকৃতির কাছে নিরিবিলিতে কাটিয়ে আসার প্ল্যান করতে পারেন আপনি। নদী আর পাহাড়ের মেলবন্ধনে এই জায়গা আপনাকে মুগ্ধ করবে (Tour)।

হাওড়া থেকে একাধিক ট্রেন আছে। প্রথমদিন কলকাতা থেকে পৌঁছে যান ‘কুইন অফ ছোটনাগপুর’ অর্থাৎ নেতারহাট। কলকাতা থেকে রাতের ট্রেনে রাঁচি। রাঁচি থেকে ১৫৫ কিমি দূরে ঝাড়খণ্ডের নেতারহাট। প্রাইভেট গাড়ি ভাড়া করে পৌঁছাতে সময় লাগে ৪-৫ ঘণ্টায়। রাস্তার দুই পাশে ঘন বন আর মাঝে মাঝে কুয়াশায় ঢাকা পাহাড়ি জলধারা, দেখে মনে হবে ঠিক যেন সিনেমার মতো।
আরও পড়ুন : iPhone 17 Series: নতুন চমক নিয়ে বাজারে ফোন লঞ্চ করতে চলেছে এই সংস্থা
নেতারহাটের অন্যতম জনপ্রিয় আকর্ষণ হলো সানসেট পয়েন্ট (ম্যাগনোলিয়া পয়েন্ট)। তাছাড়াও ঘুরে দেখেত পারবেন কোয়েল ভ্যালি ভিউ, নেতারহাট ড্যাম, আপার ঘাঘরি, লোয়ার ঘাঘরি জলপ্রপাত। আপার ঘাঘরি জলপ্রপাতটি তার সৌন্দর্যের কারণে ‘ছোটনাগপুরের রানী’ নামেও পরিচিত। রাতে থাকার জন্য নেতারহাট পর্যটন বিভাগের গেস্টহাউস বা বেসরকারি হোমস্টে রয়েছে।
লোহারদাগা হয়ে রাঁচি চলে যেতে পারেন পরের দিন। সকালবেলা নেতারহাট ঘুরে রওনা দিন রাঁচির দিকে। পথে রয়েছে লোহারদাগা, যেখানে রয়েছে অপূর্ব প্রকৃতি ও ছোট ছোট গ্রাম্য বাজার। সেখানে সিনিক বিউটি আপনাকে এনে দেবে একরাশ মুগ্ধতা। আবার রাঁচি ফেরার পথে রাস্তায় ঘুরে দেখতে পারবেন হান্ড্রু ফলস বা দাশম ফলস রক গার্ডেন, ট্যাগোর হিল। শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি প্রকৃতির মাঝে যদি অল্পদিনের জন্য ঘুরে আসতে চান তাহলে আপনার ডেস্টিনেশনের তালিকায় থাকুক ঝাড়খন্ড (Tour)।