Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee) । অনস্ক্রিনে ‘পারবো না আমি ছাড়তে তোকে’ (Parbona Ami Chartey Tokey),’ হাঙ্গামা. কম’ (Hangama.Com) সহ একাধিক ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। বাস্তব জীবনে তাঁদের সম্পর্ক সব সময় আলোচনায় থাকে। তবে একটি নতুন খবর অনুরাগীদের সাথে আলোচনা করার রয়েছে (Bonny-Koushani)।
বনি সেনগুপ্তর মা প্রিয়া সেনগুপ্ত , বলা যেতে পারে কৌশানির হবু শাশুড়ি মা , সকলকে একসাথে দেখা যেতে পারে পর্দায় (Bonny-Koushani)। আরও কিছু নতুন খবর অভিনেতা বনি সেনগুপ্ত ( Bonny Sengupta) শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে। কোন ছবিতে তিনজনকে একই ফ্রেমে দেখা যাবে ? কবে আসতে পারে তাঁদের নতুন ছবি ? ছবি সম্পর্কে আর কি কী জানা গিয়েছে অভিনেতার কাছ থেকে?
ভিন্ন ধারার চরিত্রে অভিনয় (Bonny-Koushani)
সম্প্রতি অভিনেতা বনি সেনগুপ্তকে (Bonny Sengupta) নতুন ধারার ছবিতে দেখা যাচ্ছে অভিনয় করতে । তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছবিগুলি হল ‘ঝড় ‘(Jhor), ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ (Bhanupriya Bhooter Hotel) সহ আরও কিছু ছবি। ‘ঝড় ‘ ছবিতে বনি সৌরভকে প্রতিপক্ষ হিসাবে দেখা যাবে পর্দায়।

বলা যেতে পারে দর্শকদের চেনা ছকের বাইরে অভিনেতার অভিনয় ধরা পড়ছে পর্দায়। যদিও অনুরাগীরা কিছুটা হলেও মিস করছেন সেই রোমান্টিক হিরো বনি সেনগুপ্তকে। তবে নতুন ধারার ছবিতে অভিনেতার অভিনয় চোখে পড়ার মতো । যে অভিনয় দেখে দর্শক বলতে বাধ্য, বনি সেনগুপ্ত নতুন ধারার বা ভিন্ন চরিত্রে অভিনয়ে দক্ষ।
মায়ের চরিত্র
এবার আসা যাক, বনি সেনগুপ্তের (Bonny Sengupta) নতুন ছবি ,যে ছবিতে মা ও কৌশানির সাথে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। যদিও ছবিটি শুটিং হতে এখনও কিছুটা বাকি, বলে জানিয়েছেন অভিনেতা বনি । ইন্দো বাংলা সিনেমা , যে ছবির নাম ‘ছুটি ‘(Bonny-Koushani) । যেখানে অভিনয় করতে দেখা যাবে বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায় ও পিয়া সেনগুপ্তকে (Piya Sengupta)।

অভিনেতার কাছ থেকে জানা গিয়েছে, এই ছবিতে পিয়া সেনগুপ্ত অভিনয় করবেন কৌশানির মায়ের ভূমিকায়। ছবিটি শুটিং হয়েছে কাশ্মীরে। ১২ থেকে ১৪ দিন শুটিং হয়েছিল ছবিটির। তবে বাকি আছে বেশ খানিকটা অংশ। কারণ এই ছবির প্রডিউসার বাংলাদেশে ২০২৪ সালে যে প্রতিবাদে ঝড় উঠেছিল তাতে তিনি মারা যান। কিন্তু ইন্ডিয়ান প্রডিউসার যিনি রয়েছেন, তিনি চেষ্টা করছেন ছবিটির বাকি অংশ শেষ করার।
একসাথে স্ক্রিন শেয়ার (Bonny-Koushani)
বলা যেতে পারে, ‘ছুটি’ ছবির ঠিক মত কাজ এগোলে বনি, কৌশানি ও পিয়া সেনগুপ্তকে একই সাথে দর্শক পর্দায় দেখতে পাবেন। একই ফ্যামিলিতে তিনজন মানুষ আর সকলেই অভিনয় জগতের, তবে একসাথে স্ক্রিন শেয়ার করার সময় কী কোনও অসুবিধার মুখোমুখি হতে হয়েছিল তাঁদেরকে ? জবাবে বনি সেনগুপ্ত ( Bonny Sengupta) বলেন,” আসলে একই ফ্যামিলিতে যখন সবাই অভিনয় জানে, তখন একটু তো চাপ থাকে। অর্থাৎ একজন আরেকজনকে বলে, অভিনয়টা এমন হতে পারত । ” তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে তেমন কিছু হয় না, তাঁদের মধ্যে। আসলে তিনজনই এখন অভিনয় জগতে অভিনয়ের জন্য ভীষণ জনপ্রিয় হয়ে গিয়েছেন।

আরও পড়ুন : Weather Update: এবার কি কমবে বৃষ্টি নাকি আবার নিম্নচাপের পূর্বাভাস?
নতুন সিরিয়াল বানানো
যাই হোক বনি সেনগুপ্ত (Bonny Sengupta) কিন্তু আরও একটি সুখবর দিয়েছেন, যা দর্শকদের কৌতূহলের আরও একটি কারণ হয়ে দাঁড়াবে। অর্থাৎ বনি কৌশানি প্রোডাকশন হাউস সিরিয়াল বানাবে বলে জানালেন বনি সেনগুপ্ত। একসময় ‘ডাল বাটি চূর্মা ছোঁচরী ‘ (Daal Baati Churma Chacchori) জন্য ভীষণ জনপ্রিয় হয়েছিল এই প্রোডাকশন হাউস। তবে দীর্ঘদিন আর কোনও কাজ তেমন ভাবে হয়নি এই প্রোডাকশন হাউস থেকে। সম্প্রতি এই প্রোডাকশন হাউসে সিরিয়াল বানানোর খবর জানালেন অভিনেতা (Bonny-Koushani)।