Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বরই পরীক্ষা (SSC Examination) হবে বলে শুক্রবার জানিয়ে দিল সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ। সেই সঙ্গে আদালতের নির্দেশ, ‘চিহ্নিত দাগি’ বা অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। সে বিষয়টি নিশ্চিত করতে হবে এসএসসি কর্তৃপক্ষকেই।
নির্ধারিত দিনেই পরীক্ষা (SSC Examination)
এদিন শুনানিতে সুপ্রিমকোর্ট এসএসসি-এর (SSC Examination) কাছে জানতে চায়, কতজন অযোগ্য বা চিহ্নিত দাগি পরীক্ষার্থী রয়েছেন। তার উত্তরে এসএসসি জানায়, ১৯০০-এর মতো। ওই সময়ে ‘যোগ্য শিক্ষক’দের হয়ে আন্দোলনকারী নেতা চিন্ময় মণ্ডল আদালতকে কিছু বলতে যান। তাঁকে থামিয়ে রীতিমতো ভর্ৎসনা করে বিচারপতি শর্মা বলেন, ‘আপনি মামলা দাখিল করেছেন? ওখানে পিছনে গিয়ে বসুন। এটা কোনও পাবলিক প্ল্যাটফর্ম নয়।’ তারপরই বিচারপতি এসএসসি-এর বলেন, ‘এক জনও চিহ্নিত দাগি অযোগ্যকেও পরীক্ষায় বসতে দেওয়া যাবে না।’
আরও পড়ুন : Weather Update: এবার কি কমবে বৃষ্টি নাকি আবার নিম্নচাপের পূর্বাভাস?
গতকালই সুপ্রিম কোর্ট কমিশনকে নির্দেশ দিয়েছে যে ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এবার পরীক্ষার দিন পিছানোর আবেদনও খারিজ করে আবার শীর্ষ আদালত জানিয়ে দিল, নতুন নিয়োগ পরীক্ষায় অযোগ্য বা ‘দাগি’রা অংশ নিতে পারবেন না। ফলে আগামী ৭ ও ১৪ তারিখ পরীক্ষা হওয়া নিয়ে আর কোনও সংশয় থাকল না।
আরও পড়ুন : Howrah Bridge: কলকাতার প্রাণস্পন্দন ও চিরন্তন গর্ব কি ধ্বংসের কবলে?
পরীক্ষার জন্য আর কোনও দিন পাওয়া যাচ্ছে না (SSC Examination)
এর আগে সুপ্রিম কোর্ট আবেদনের সময়সীমা ১০ বাড়ানোর নির্দেশ দিয়েছিল। এসএসসি-ও বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। শীর্ষ আদালত পরীক্ষা–সহ অন্যান্য সূচি পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু ৭ ও ১৪ সেপ্টেম্বরের পরে পরীক্ষার (SSC Examination) জন্য আর কোনও দিন পাওয়া যাচ্ছে না। কারণ, সামনে পুজোর ছুটি পড়ে যাচ্ছে। আর সুপ্রিম কোর্টের নির্দেশেই ছিল, ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।