ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৩ নভেম্বর ছিল সৌরভ (Sourav Ganguly) কন্যা সানা গাঙ্গুলীর (Sana Ganguly) জন্মদিন (Sana Ganguly Birthday)। বর্তমানে তিনি লন্ডন (London) নিবাসী। গতবছর মেয়ে সানার জন্মদিনে পাশে থাকতে পারেননি সৌরভ। তবে এই বছর এই দিনটি কোনভাবেই মিস করলেন না মহারাজ। সোজা পাড়ি দিলেন লন্ডনে। হই হুল্লোড়ে সেলিব্রেশন (Celebration ) হল সানা গাঙ্গুলীর জন্মদিন। সেই ছবি পোস্ট (Post) করলেন সৌরভ। লিখলেন “শুভ জন্মদিন আমার প্রিয় সানা। তোমাকে অনেক অনেক ভালোবাসা”।
এক ফ্রেমে বাবা-মেয়ে (Sana Ganguly Birthday)
এক ফ্রেমে হাসি মুখে ধরা দিলেন বাবা মেয়ে (Sana Ganguly Birthday)। সানার পরনে হাইনেক শার্ট, সাদা জ্যাকেট আর নীল ডেনিম। অপরদিকে সৌরভের পরনে রয়েছে, সাদা টি-শার্ট এর সঙ্গে সবুজ জ্যাকেট। মেয়ের সঙ্গে বাবার রংমিলান্তি বলতে পারেন। ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকে আবার ওই পোস্টে সানাকে জন্মদিনের উইশ করেছেন। একইভাবে এই ডোনা গাঙ্গুলী (Dona Ganguly) তার লিটিল প্রিন্সেস অর্থাৎ মেয়ের সঙ্গে ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: New Zealand tour of India 2024: ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম ভারত, ১২১-এ ফের লজ্জার হার রোহিত-বিরাটদের
সোশ্যাল মিডিয়ায় ছবি (Sana Ganguly Birthday)
শুধু তাই নয়। মেয়ের জন্মদিনের কিছু মুহূর্ত তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যেখানে দেখা যায়, সানা তার বন্ধুদের নিয়ে বেশ মজা করছেন। সঙ্গে রয়েছেন বাবা-মা। টেমসের (Thames) তীরেই সানা গঙ্গোপাধ্যায় তার ২৩ তম জন্মদিনটা আড়ম্বরের সঙ্গে সেলিব্রেশন করলেন। কেক কাটলেন বাবা-মাকে সঙ্গে নিয়ে। সানার জন্মদিনে সেই ঘরোয়া ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন মা ডোনা।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
শহরে এসেছিলেন সানা
আর জি কর কাণ্ডের আবহে, সানা কলকাতায় (Kolkata) এসেছিলেন। কলকাতায় তিনি সুরক্ষিত বোধ করছেন কিনা, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন, “আমি তো কলকাতায় থাকি না….”। তারপর তার দিকে ধেয়ে আসে একের পর এক কটাক্ষ। একইভাবে এই আবহে বিতর্কে জড়িয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়ও। বহুদিন থেকেই লন্ডনে থাকছেন সানা। বাবা-মায়ের খ্যাতি থেকে কিছুটা দূরেই রয়েছেন তিনি। সিদ্ধান্ত নিয়েছেন লন্ডনের চাকরি করবেন।
আরও পড়ুন: Rishabh Pant: নিলামে পন্থের জন্য লড়াইয়ে কলকাতা বনাম চেন্নাই!
লন্ডনেই উচ্চশিক্ষা সানার
কলকাতায় ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করে, উচ্চশিক্ষার জন্য চলে যান লন্ডনে। সেখানে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে (Economic) স্নাতক ডিগ্রি লাভ করেন। তারপর ইন্টার্নশিপ করেছেন পিডাব্লিউসি, ডেলয়েটের মতো সংস্থায়। বর্তমানে চাকরির সূত্রে যুক্ত রয়েছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ইনোভারভের সঙ্গে। বর্তমানে সানার বয়স মাত্র ২৩ বছর। আর এই বয়সেই তিনি এখন এই সংস্থার কনসাল্টটান্ট পদে রয়েছেন। বার্ষিক বেতন (Salary) প্রায় ৪৯ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫ লক্ষ টাকা।