ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বদলে গেল উপনির্বাচনের দিনক্ষণ। সাত দিন পিছিয়ে গেল বিধানসভা উপনির্বাচনের দিন। ১৩ নভেম্বরের বদলে ২০ নভেম্বর হবে ১৪টি আসনে ভোটগ্রহণ (Bypoll)। যদিও ফলাফল ঘোষণার দিন অপরিবর্তিতই থাকছে। ২৩ নভেম্বর হবে ফলাফল ঘোষণা।
তিন রাজ্যের বিধানসভা আসনগুলিতে উপনির্বাচন সময় বেশ কিছু উৎসব রয়েছে। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে জানা গিয়েছে, কলপথি রসথোলসভম (১৩-১৫ নভেম্বর), কার্তিক পূর্ণিমা (১৫ নভেম্বর), গুরু নানকের প্রকাশ পর্ব (১৫ নভেম্বর)-এর জন্য রাজনৈতিক দলগুলি ভোটের দিন বদলের আর্জি জানিয়েছিল। তাদের আশঙ্কা, ওই সময়ে উৎসবে মেতে থাকবেন সাধারণ মানুষ। তাই ভোটদানের হার কমতে পারে। সেই যুক্তি মেনে ভোটগ্রহণের ( (Bypoll)) দিনক্ষণ বদলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: By Election: উপনির্বাচনের প্রচারে চড়া সুর তালডাংরার বিজেপি প্রার্থীর, পাল্টা কটাক্ষ ফাল্গুনীর
নজরে বাংলার ৬ আসন:
পশ্চিমবঙ্গ-সহ মোট ১৪টি রাজ্যের ৪২টি বিধানসভা আসনের উপনির্বাচন (West Bengal Election)। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রার্থীদের নামও ঘোষণা করা হয়ে গিয়েছে। যদিও ৪২টি বিধানসভা আসনের মধ্যে, পশ্চিমবঙ্গেরও ৬টি বিধানসভা আসনে ভোট হওয়ার কথা। তবে, পশ্চিমবঙ্গের আসনগুলির উপনির্বাচনের দিন একই থাকছে। তালডাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাটে আগের মতোই ১৩ নভেম্বরই ভোট (Bypoll) হবে।
কোন আসনে দিন বদল:
ভোটের দিন বদলেছে কেরল, পঞ্জাব এবং উত্তর প্রদেশের উপনির্বাচনের। কেরলের পালাক্কাড়, পঞ্জাবের ডেরা বাবা নানক, চব্বেরওয়াল, গিদ্দেরবাহা ও বার্নাল এবং উত্তর প্রদেশের মীরাপুর, কুন্দরকি, গাজিয়াবাদ, খয়ের, কারহাল, সিশামাউ, ফুলপুর, কাটহারি এবং মাঝাওয়ান – এই বিধানসভা আসনগুলির উপনির্বাচন (Bypoll) হবে ২০ নভেম্বর।