Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর দিন গোনা শুরু হয়ে গিয়েছে (WB Weather Update)। কিন্তু পুজোর ঠিক আগেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আবারও সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
সক্রিয় মৌসুমি অক্ষরেখা (WB Weather Update)
আপাতত কোনও নিম্নচাপ সৃষ্টি না হলেও, সক্রিয় রয়েছে (WB Weather Update) মৌসুমি অক্ষরেখা। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প উঠে আসছে স্থলভাগে। এর জেরেই রাজ্যের আবহাওয়া আবারও ভিজে উঠবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতরের মতে, সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা হিসেবে জারি করা হয়েছে ‘হলুদ’ সতর্কবার্তা।
দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া? (WB Weather Update)
আজ, শনিবার দক্ষিণবঙ্গে আবহাওয়া তুলনামূলকভাবে (WB Weather Update) শান্ত থাকবে। কোনও বড়সড় দুর্যোগের সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু এলাকায় ছিটেফোঁটা বৃষ্টিও হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়ার কোনও নির্দিষ্ট সতর্কতা নেই। তবে সোমবার থেকে আবহাওয়ার দৃশ্যপট বদলাবে।

কলকাতায় তাপমাত্রার হেরফের
আজকের দিনে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। শনিবার সকালে রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৩ ডিগ্রি বেশি। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে একটু বেশি ছিল-৩৩.২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: Neel-Trina: স্বামী নীলের সাথে তৃণার প্রতিযোগিতা! একই চ্যানেলে জোর টক্কর
উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও বেশি বৃষ্টিমুখর হতে চলেছে। জলপাইগুড়িতে টানা এক সপ্তাহ-রবিবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, আলিপুরদুয়ারে রবিবার থেকে বুধবার, কালিম্পঙে সোমবার পর্যন্ত এবং কোচবিহারে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্য দিনগুলোতে থাকবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।