ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কয়েকদিন পরেই রাজ্যে উপনির্বাচন। বুধবার সকালে সিতাই বিধানসভার উপনির্বাচনের প্রচারে সারলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কোচবিহার শহরের সাগরদিঘী পাড়ে প্রাতঃভ্রমণের পর চায়’পে চর্চায় বসেন তিনি। সেখান থেকেই বিস্ফোরক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সিতাই বরাবরই খবরের শিরোনামে থাকে, তা হিংসা হোক, নারী পাচার হোক কিংবা অনুপ্রবেশ হোক। যত অনৈতিক কাজ হিংসা এখানেই হয় বলে বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন উপনির্বাচনের ফল আগে থেকে বলা যায় না তবে এখানেও শাসক দল চেষ্টা করবে লুটপাট করে জেতার। বাংলাদেশ থেকে গুণ্ডা নিয়ে আসবে তৃণমূল, আক্রমণ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। আগের মত এবারও পুরো শক্তি দিয়ে বিজেপি লড়াই করবে বলে জানান দিলীপ ঘোষ।
আরও পড়ুন: ‘ছেলে যেন পাশ করে যায়’, পুজো উদ্বোধনে গিয়ে প্রার্থনা রচনার
আরও পড়ুন: উপনির্বাচনের প্রচারে চড়া সুর তালডাংরার বিজেপি প্রার্থীর, পাল্টা কটাক্ষ ফাল্গুনীর
জন বার্লা প্রসঙ্গে:
জন বার্লা কি যোগ দিতে পারেন তৃণমূল (TMC)। কয়েকদিন ধরেই চড়ছে জল্পনার পারদ। তৃণমূল দুই নেতৃত্ব দেখাও করেন জন বার্লা সঙ্গে। যা নিয়ে প্রথমে মুখ খুলতে চাননি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, জন বার্লা একজন ট্রেড ইউনিয়ন লিডার। বিজেপি তাঁকে মন্ত্রী করেছে। যেটা কেউ কল্পনা করে না, সেটা ওনাকে করেছে। এখন উনি ঠিক করবেন কী করবেন।
সুপ্রিম কোর্টের শুনানি প্রসঙ্গে:
একইসঙ্গে আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানি নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, সুপ্রিম কোর্টের যে শুনানি তা নিয়ে মানুষের সন্দেহ আছে। শুনানি হচ্ছে না ডেট পিছিয়ে যাচ্ছে। বেশ কয়েক মাস হয়ে গেল সুপ্রিম কোর্ট নিজের থেকে হস্তক্ষেপ করেছেন। সিবিআইকে ওনারাই কাজ দিয়েছেন বলেও জানান দিলীপ ঘোষ।
আরও পড়ুন: তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ, আক্রান্ত মহিলা
নারী সুরক্ষা:
নারী সুরক্ষা প্রসঙ্গে তিনি বলেন প্রতিদিন প্রচুর মহিলা পশ্চিমবঙ্গে নির্যাতিত হচ্ছে। নারীরা সুরক্ষিত নন। ছাত্ররা পড়তে গিয়ে ফিরছেন না, মহিলারা কাজে গেলে ফিরছেন না, তাদের সুরক্ষার কোনও বিষয় নেই। দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের নিয়ে কোনও চিন্তা নেই। তার আমলেই মহিলারা সব থেকে বেশি অসুরক্ষিত। ৪৮ হাজারেরও বেশি কেস হয়ে গেছে। কোনও চার্জশিট হয় না, এফআইআরই হয় না বলে দাবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের(Dilip Ghosh)।