ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ম্যাজিক ফিগার পার করে জাদুসংখ্যা স্পর্শ করে ফেলেছেন আমেরিকার রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসের মসনদে লাল ঝড়। নিজের জয় নিশ্চিত হতেই সোনার আমেরিকা গড়ার স্বপ্ন ফেরি করলেন ট্রাম্প (Donald Trump)। বুধবার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, ”এই জয় ঐতিহাসিক। সর্বকালের সেরা রাজনৈতিক লড়াই দেখল আমেরিকা। আমেরিকাবাসীকে ধন্যবাদ।” ট্রাম্প দাবি করেন, অনুপ্রবেশ সমস্যা থেকে ইউএফও রহস্য, যাবতীয় বিষয়ে সমাধান করবে তাঁর সরকার।”
এখনও নির্বাচনের ফল সম্পূর্ণ প্রকাশ না হলেও, একের পর এক সুইং স্টেটে উঠেছে ট্রাম্প ঝড়। স্পষ্ট, দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছেন ট্রাম্পই। আর মাত্র ৪টি ইলেকটোরাল ভোট দরকার ট্রাম্পের জয়ী হওয়ার জন্য। এ দিন জয় নিশ্চিত হতেই পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টার থেকে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমেরিকা আমায় অপরিসীম ক্ষমতা দিয়েছে। এটা আমেরিকানদের জয়।”
আরও পড়ুন: Trump VS Kamala: ট্রাম্প-কমলার লড়াইয়ে কোন পার্টি জিতলে, আখেরে লাভ ভারতের!
আরও পড়ুন: Bangladesh Crisis: অশান্ত বাংলাদেশ, আইন-শৃঙ্খলার চরম অবনতি! বিপাকে ইউনুস সরকার
ট্রাম্প বলেন, “আবার আমেরিকাকে সর্বশ্রেষ্ঠ বানাব আমি। আমেরিকার স্বর্ণযুগের সূচনা হল। যতদিন পর্যন্ত আমি নিরাপদ, সুরক্ষিত ও সমৃদ্ধ আমেরিকা তৈরি না করা পর্যন্ত আমি বিশ্রাম নেব না। শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিদিন আমি আপনাদের অধিকার নিয়ে লড়ব।”
বিপুল ভোটে এই জয়ের জন্য সমর্থকদের ধন্যবাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বলেন, এই মতাদেশ দেশকে সাহায্য করবে। আমাদের দেশের সাহায্যের প্রয়োজন রয়েছে। আমরা সীমান্তে সংস্কার করব এবং দেশে যা যা প্রয়োজন, সব কিছু ঠিক করব। আমরা অবিশ্বাস্য রাজনৈতিক সাফল্য অর্জন করেছি।”
পর্ন তারকাকে ঘুষ দেওয়া থেকে শুরু করে একাধিক মামলায় জর্জরিত ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তারপরও তাঁর বিজয়রথ আটকায়নি। এ দিন আইনি আইনি ঝামেলার কথা সরাসরি উল্লেখ না করলেও ট্রাম্প বলেন, “এমন বাধা-বিপত্তি পার করে এসেছি, যা কেউ কোনওদিন সম্ভব নয় বলেই ভেবেছিল। এটা সর্বকালের সেরা রাজনৈতিক সাফল্য।”