ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অনেক আগেই ছুঁয়ে ফেলেছেন ম্যাজিক ফিগার। এখনও আমেরিকার একটি প্রদেশে চলছে গণনা। কিন্তু এই প্রতিবেদন লেখার অনেক আগেই দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে যাওয়ার পথ প্রশস্ত করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নিজের জয় নিশ্চিত করার পর থেকেই সোনার আমেরিকা গড়ার স্বপ্ন ফেরি করেন ট্রাম্প। শুধু তাই নয়, একদিনের মধ্যে বদলে গিয়েছে ট্রাম্পের জীবনও।
চারবছর আগে জো বাইডেনের কাছে হেরে কিছুটা হলেও গুরুত্ব কমেছিল ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু ২০২৪ এর মার্কিন নির্বাচনে নিজের জয় নিশ্চিত করে আরও একবার বিশ্ববাসীকে যেন দেখিয়ে দিলেন, এ ভাবেও ফিরে আসা যায়… বুধবার ভোট-ফলাফলের প্রাথমিক প্রবণতা প্রকাশ্যে আসার পরেই অবশ্য বদলে যায় ছবিটা। বিভিন্ন রাষ্ট্রপ্রধানের ফোন ধরতে ধরতেই বেলা গড়িয়ে যায় ট্রাম্পের।
ট্রাম্পকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ প্রমুখ। শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পকে ফোন করেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসও।
আরও পড়ুন: https://tribetv.in/donald-trump-in-the-white-house-for-the-second-time/
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, ভোটের প্রাথমিক ফলাফলে জয়ের গন্ধ পেয়েই বিজয়-ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প। সেই মতো ভারতীয় সময় দুপুর ১টায় ফ্লোরিডায় বিজয়-ভাষণ দেন তিনি। পুরনো স্লোগান আওড়ে জানান, তাঁর আমলে জগৎসভায় আমেরিকা আবার শ্রেষ্ঠ আসন লবে। তার পর অবশ্য ট্রাম্পকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বরং যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনীতিকের তো বটেই, একাধিক রাষ্ট্রপ্রধানের ফোন ধরতেই ব্যস্ত থাকতে হয় তাঁকে।
আরও পড়ুন:https://tribetv.in/bangladesh-crisis-worsening-even-after-yunus-takeover/
সমর্থক এবং অনুদানদাতাদের কয়েক জনের সঙ্গেও ট্রাম্প কথা বলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। সব মিলিয়ে আমেরিকার ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিন থেকেই দুরন্ত ফর্মে ডোনাল্ড ট্রাম্প।