ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তর থেকে দক্ষিণ দিকে দিকে ট্যাব দুর্নীতি। বাঁকুড়া জেলাতেও এবার ট্যাব দুর্নীতির আঁচ। দক্ষিণের এই জেলার ১০টি স্কুলের ৪৭ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে। কোপ পড়ল বাঁকুড়া জেলার ১০ স্কুলের ৪৭ জন পড়ুয়ার উপর। এই পড়ুয়াদের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। তা নিয়ে বাঁকুড়াতেও ছড়াল চাঞ্চল্য। ট্যাবের টাকা কীভাবে চলে গেল অন্য জনের অ্যাকাউন্টে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিএস পোর্টালে নাম নথিভুক্ত থেকে যাবতীয় বিষয়ের কাজ হয় সংশ্লিষ্ট স্কুলের অধীনে।
সেখানে কীভাবে গাফিলতি হল সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিএস পোর্টালের কাজে গাফিলতি হয়েছে এটা মনে হচ্ছে। তবে এখন ওই পড়ুয়ারা তাদের প্রাপ্য টাকা পাবে। সংশ্লিষ্ট ব্যাংকগুলিকে যে সব অ্যাকাউন্টে টাকা গিয়েছে সেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে তাদের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি যদি কেউ টাকা তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বাঁকুড়া জেলা সেকেন্ডারী স্কুল পরিদর্শকের তরফ থেকে।
আরও পড়ুন: https://tribetv.in/women-and-her-lover-get-lifetime-sentenced-due-to-allegation-of-killing-husband/
অন্যদিকে, পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনা সামনে এলো রায়গঞ্জের বেশকিছু স্কুলে। যদিও স্কুল কর্তৃপক্ষ স্বীকার করে নিচ্ছেন তাদের গাফিলতির ফলে এই টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। ইতিমধ্যেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে কিছু টাকা উদ্ধার হয়েছে। শিভাজন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, ”আমরা সাইবার ক্রাইম রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি।
আরও পড়ুন: https://tribetv.in/unpleasant-death-of-bengals-woman-at-kerala/
গোটা ঘটনা তদন্ত করার জন্য অনুরোধ করা হয়েছে।” এদিকে ট্যাব কেলেঙ্কারি মামলায় চোপড়া এলাকার চুটিয়াখোর এলাকা থেকে পুলিশের জালে আরও ১ জন মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয়, কীভাবে কোন পথে পড়ুয়াদের ট্যাবের টাকা হ্যাক করে হাতিয়ে নেওয়া হয়েছে তা জানতে পুরো বিষয়টি ফরেন্সিক অডিট করা হচ্ছে বলে জানা গিয়েছে।